Mausoleum of National Poet Kazi Nazrul Islam | নজরুলের সমাধিসৌধ, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ
বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পাবলিক লাইব্রেরির কাছেই জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি অবস্থিত। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম ১৯৭৬ সালে ঢাকায় মৃত্যুবরন করেন। স্বাধীনতা যুদ্ধের পরপরই বিদ্রোহী কবিকে ভারত থেকে এদেশে নিয়ে আসা হয়। জীবনের শেষ প্রান্তে তিনি মানসিক ও শারীরিকভাবে অসুস্থ ছিলেন। গানের মাধ্যমে ব্যাক্ত শেষ ইচ্ছা অনুযায়ী কবিকে ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদের পাশেই সমাহিত করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি (ছাত্র-শিক্ষক কেন্দ্র) অতিক্রমের সময় অনেকেই কবির সমাধি দেখতে আসেন।
ঢাকা শহরের বিভিন্ন স্থান থেকে প্রচুর বাস শাহবাগের উদ্দেশ্যে চলাচল করায় ঢাকার যেকোন স্থান থেকে লোকাল বাসে করে শাহবাগে পৌছাতে পারবেন। তবে, এ জন্য বাস ভাড়া পড়বে ১৫/- টাকা থেকে ৩০/- টাকা যা নির্ভর করছে আপনি কোথা থেকে শাহবাগে আসছেন সেটার উপর। এছাড়া প্রায় ১৫০/- টাকা থেকে ২০০/- টাকা ভাড়ায় সিএনজি অটোরিকশায় করেও শাহবাগে পৌছাতে পারবেন। রিকশায় চড়ে শাহবাগে আসতে আপনাকে ৫০/-টাকা থেকে ৭০/- টাকা ভাড়া গুনতে হবে। তবে, আপনি যদি গুলশান/বনানী থেকে এখানে আসতে চান তবে সিএনজি অটোরিকশায় করে আসাই ভালো কেননা এসব স্থান থেকে রিকশা সরাসরি চলাচল করে না। শাহবাগে পৌঁছে ১০/- টাকা রিকশা ভাড়ায় অথবা পায়ে হেঁটেই কবির সমাধিতে আসতে পারবেন।
কিভাবে পৌঁছাবেন: ঢাকা শহর
কবি নজরুল ইসলামের সমাধিটি একটি পবিত্র স্থান হওয়ায় এখানে আপনাকে নীরবতা পালন করতে হবে। আপনি এখানে এসে জাতীয় কবির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে পারেন।
Видео Mausoleum of National Poet Kazi Nazrul Islam | নজরুলের সমাধিসৌধ, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ канала borhan express
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পাবলিক লাইব্রেরির কাছেই জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি অবস্থিত। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম ১৯৭৬ সালে ঢাকায় মৃত্যুবরন করেন। স্বাধীনতা যুদ্ধের পরপরই বিদ্রোহী কবিকে ভারত থেকে এদেশে নিয়ে আসা হয়। জীবনের শেষ প্রান্তে তিনি মানসিক ও শারীরিকভাবে অসুস্থ ছিলেন। গানের মাধ্যমে ব্যাক্ত শেষ ইচ্ছা অনুযায়ী কবিকে ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদের পাশেই সমাহিত করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি (ছাত্র-শিক্ষক কেন্দ্র) অতিক্রমের সময় অনেকেই কবির সমাধি দেখতে আসেন।
ঢাকা শহরের বিভিন্ন স্থান থেকে প্রচুর বাস শাহবাগের উদ্দেশ্যে চলাচল করায় ঢাকার যেকোন স্থান থেকে লোকাল বাসে করে শাহবাগে পৌছাতে পারবেন। তবে, এ জন্য বাস ভাড়া পড়বে ১৫/- টাকা থেকে ৩০/- টাকা যা নির্ভর করছে আপনি কোথা থেকে শাহবাগে আসছেন সেটার উপর। এছাড়া প্রায় ১৫০/- টাকা থেকে ২০০/- টাকা ভাড়ায় সিএনজি অটোরিকশায় করেও শাহবাগে পৌছাতে পারবেন। রিকশায় চড়ে শাহবাগে আসতে আপনাকে ৫০/-টাকা থেকে ৭০/- টাকা ভাড়া গুনতে হবে। তবে, আপনি যদি গুলশান/বনানী থেকে এখানে আসতে চান তবে সিএনজি অটোরিকশায় করে আসাই ভালো কেননা এসব স্থান থেকে রিকশা সরাসরি চলাচল করে না। শাহবাগে পৌঁছে ১০/- টাকা রিকশা ভাড়ায় অথবা পায়ে হেঁটেই কবির সমাধিতে আসতে পারবেন।
কিভাবে পৌঁছাবেন: ঢাকা শহর
কবি নজরুল ইসলামের সমাধিটি একটি পবিত্র স্থান হওয়ায় এখানে আপনাকে নীরবতা পালন করতে হবে। আপনি এখানে এসে জাতীয় কবির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে পারেন।
Видео Mausoleum of National Poet Kazi Nazrul Islam | নজরুলের সমাধিসৌধ, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ канала borhan express
Комментарии отсутствуют
Информация о видео
25 октября 2017 г. 21:25:18
00:05:44
Другие видео канала




















