Загрузка...

আর্মেনিয়ান চার্চ/গির্জা’ | Armanian Church (‘চার্চ অব দ্য রিজারেকশন’)

‘আর্মেনিয়ান চার্চ/গির্জা’ | Armanian Church (‘চার্চ অব দ্য রিজারেকশন’)

খ্রিস্টধর্মের সঙ্গে বাংলার পরিচয় কিন্তু আর্মেনিয়ানদের হাত ধরেই, ব্রিটিশরা আসার অনেক আগে। চলুন জানা যাক কি ভাবে আর্মেনিয়ানরা বাংলাদেশে এসে ছিলো।

তুরস্ক ও জর্জিয়ার সীমান্তবর্তী দেশ আর্মেনিয়া থেকে প্রকাশিত হয় ‘এজেডজি’ পত্রিকা। ২০০৩ সালের প্রথমদিকে এ পত্রিকায় ‘আর্মেনিয়ান ওয়ান্টেড ইন বাংলাদেশ’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। প্রতিবেদনে বলা হয়, মাইকেল জোসেফ মার্টিন ও তার স্ত্রী ভেরোনিকা মার্টিন সম্ভবত বাংলাদেশের রাজধানী ঢাকায় বসবাসকারী একমাত্র আর্মেনীয় পরিবার। মাইকেল জোসেফ মার্টিন সেখানে অষ্টাদশ শতাব্দীতে নির্মিত আর্মেনিয়ান চার্চ দেখাশোনা করছেন। শহরটিতে আর্মেনীয়দের বসবাস শুরু হয় মধ্যযুগে। বর্তমানে কিছু স্মৃতিচিহ্ন ছাড়া সেখানে তাদের অস্তিত্ব নেই বললেই চলে।’

নাজির হোসেনের ‘কিংবদন্তির ঢাকা’ গ্রন্থে জানা যায়, ১৮৩৮ সালে ঢাকায় ৪০টি আর্মেনীয় ও ৩১২টি গ্রিক পরিবার ছিল। ‘বাংলাপিডিয়ায়’ বলা হয়েছে, ঊনবিংশ শতাব্দীতে এ অঞ্চলে আর্মেনীয়দের অবস্থানে ব্যাপক পরিবর্তন আসে। বাংলাদেশে তাদের সঞ্চিত অর্থ-সম্পদসহ মধ্য এশিয়া-ইরানে ফিরে যেতে থাকেন। অনেকে পাড়ি জমান ইউরোপে।

https://m.facebook.com/story.php?story_fbid=2185860804820024&id=100001883782751

Видео আর্মেনিয়ান চার্চ/গির্জা’ | Armanian Church (‘চার্চ অব দ্য রিজারেকশন’) канала borhan express
Страницу в закладки Мои закладки
Все заметки Новая заметка Страницу в заметки