Загрузка...

একজন সুখী আলোকচিত্রী—ইসতিয়াক আহমেদ রাফিদ এর মৃত্যু সময় || ট্রেন দুর্ঘটনা রাজশাহী কলেজ ছাত্র

একজন সুখী আলোকচিত্রী—ইসতিয়াক আহমেদ রাফিদ।

রাজশাহী কলেজের বাংলা বিভাগের প্রতিভাবান ছাত্র।
ছবির প্রতি ছিল ভালোবাসা, আর সেই ভালোবাসার টানেই রেললাইনে ছবি তুলতে গিয়ে—
এক ম*র্মান্তিক দুর্ঘ*টনায় প্রাণ হারান।
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
আল্লাহ তায়ালা তাঁকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন। আমিন।

মৃ*ত্যু—এটি এমন এক বাস্তবতা, যা এড়ানো যায় না। কখন, কোথায়, কিভাবে আসবে, কেউ জানে না।
রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন:

"তোমরা এমনভাবে দুনিয়াতে থেকো, যেন তোমরা একজন মুসাফির অথবা পথচলতি পথিক।”
— (সহীহ বুখারী, হাদীস: ৬৪১৬)

আরেক হাদীসে এসেছে:

"বুদ্ধিমান সেই ব্যক্তি, যে নিজের নফসকে নিয়ন্ত্রণে রাখে এবং মৃ*ত্যুর পরের জীবনের জন্য কাজ করে।"
— (তিরমিযী, হাদীস: ২৪৫৯)

এই পৃথিবীর কোনো ছবিই, কোনো লাইক-কমেন্ট বা প্রশংসা, আপনার জীবনের চেয়ে বড় হতে পারে না।
প্রিয় ফটোগ্রাফার ভাই ও বোনেরা, অনুরোধ—নিজের জীবনের নিরাপত্তাকে অগ্রাধিকার দিন। রিস্ক নিয়ে কখনো ছবি তুলবেন না।

একটা অসতর্ক মুহূর্ত সারাজীবনের পরিণতি নির্ধারণ করে দিতে পারে।

আসুন, সচেতন হই, অন্যকেও সচেতন করি।

#এক্সিডেন্ট

Видео একজন সুখী আলোকচিত্রী—ইসতিয়াক আহমেদ রাফিদ এর মৃত্যু সময় || ট্রেন দুর্ঘটনা রাজশাহী কলেজ ছাত্র канала গ্রাম বাংলা ( পাখির চোখে )
Страницу в закладки Мои закладки
Все заметки Новая заметка Страницу в заметки