Загрузка...

৩০০ অথবা ৪০০ টাকা দিয়ে ব্যবসা শুরু করতে পারেন || হাজার টাকা ইনকাম করতে পারেন ||

ভার্মিকম্পোস্ট: বিভিন্ন জৈব পদার্থ পঁচিয়ে কেঁচোর মাধ্যমে প্রাকৃতিক উপায়ে যে জৈব সার তৈরি করা হয় তাকে ভার্মিকম্পোস্ট বা কেঁচো সার বলে। ভার্মিকম্পোস্ট তৈরিতে ব্যবহৃত জৈব পদার্থ বায়ু শূন্য প্রক্রিয়ায় গাজন বা পচানো হয়। কেঁচো এগুলো খেয়ে মলত্যাগ করে এবং দেহ হতে এক ধরনের রাসায়নিক পদার্থ বের হয় যার দরুন জৈব পদার্থের পুষ্টিমান বেড়ে যায়। আমাদের মনে রাখতে হবে, শুধু কেঁচোই আবর্জনা পচাতে কাজ করে না, আবর্জনা পচানোর কাজটি মূলত করে থাকে অণুজীব সমূহ (ব্যাকটেরিয়া, ছত্রাক, এ্যাকটিনোমাইসিস, ইত্যাদি)। কেঁচো যে সকল আবর্জনা ভক্ষণ করে, সেসব আবর্জনা কেঁচোর অন্ত্রনালী দিয়ে বাহিত হয়ে বিষ্ঠাকারে ভার্মিকম্পোস্ট রূপে বেরিয়ে আসে। আবর্জনাকে ভার্মিকম্পোস্টে রূপান্তরিত করতে কার্যকর ভূমিকা রাখে কেঁচোর অন্ত্রে অবস্থিত অণুজীবসমূহ। উপযুক্ত পরিবেশে ভার্মি কম্পোস্ট তৈরিতে ৩০-৪০ দিন সময় লাগে।

Видео ৩০০ অথবা ৪০০ টাকা দিয়ে ব্যবসা শুরু করতে পারেন || হাজার টাকা ইনকাম করতে পারেন || канала আধুনিক কৃষি বাতায়ন
Страницу в закладки Мои закладки
Все заметки Новая заметка Страницу в заметки