Загрузка...

শনিবার ১৭ মে ২০২৫

শনিবার ১৭ মে ২০২৫
আজ আপনার জন্ম দিন হলে পাশ্চাত্য মতে আপনার রাশি বৃষ।

আপনার ওপর প্রভাবকারী গ্রহ: শনি ও শুক্র।

১৭ তারিখে জন্ম হবার কারনে আপনার ওপর শনির প্রভাব স্পষ্ট।

শুভ সংখ্যা ঃ ৮,১৭,২৬। শুভ বার ঃ শনি ও শুক্র।

শুভ রতœ ঃ নীলা ও হীরা।

আজকের দিনের শুভ বর্ণ ঃ আজ আপনার জন্য নীল ও সাদা বর্ণ সৌভাগ্য বয়ে আনতে পারে।

আজকের দিনের শুভ সময় ঃ সকাল: ৫:২৮-৬:১৮, ৯:৫২-১২:৩৪, বিকাল: ৪:০৬-৬:৩৭, রাত: ৭:৩০-৮:১২, ১১:৪৬-১:৫২, ৩:১৮-৫:২৮ পর্যন্ত।

চন্দ্র ধনু রাশিতে অবস্থান করবে।

৫মী তিথি রাত: ৩:১০ পর্যন্ত, পরে ৬ষ্ঠী তিথি চলবে।
মেষ রাশি (২১ মার্চ - ২০এপ্রিল) ঃ আজকের দিনটি বৈদেশিক যোগাযোগের ক্ষেত্রে উন্নতির। শিক্ষা ও গবেষণামূলক কাজে শিক্ষকের সাহায্য পাবেন। পারিবারিক জীবনে ভালো কোনো ঘটনা ঘটবে। জীবিকার জন্য বিদেশ যাত্রার যোগ।
বৃষ রাশি (২১ এপ্রিল - ২০ মে) ঃ আজ কোনো প্রকার ঝুঁকি নিয়ে কাজ করা ঠিক হবে না। ব্যবসায়ীক কাজে কিছু টাকা ঋণ করতে হবে। পাওনাদারের লেনদেন মিটিয়ে নিতে হবে। রাস্তাঘাটে সাবধানে চলুন। চিকিৎসকের সাহায্য নিতে পারেন।
মিথুন রাশি (২১ মে - ২০ জুন) ঃ আজ ব্যবসা বাণিজ্যে উন্নতির দিন। অংশিদারী ব্যবসা বাণিজ্যে আজ সফল হতে পারবেন। আর্থিক ক্ষেত্রে উন্নতির আশা। দাম্পত্য জটিলতা কেটে যাবে। জীবন সাথীর সাহায্য পাবেন।
কর্কট রাশি (২১ জুন - ২০ জুলাই) ঃ আজ কর্মক্ষেত্রে সহকর্মীদের সাহায্য পাবেন। আয় রোজগারের ক্ষেত্রে সতর্ক হতে হবে। ব্যবসায়ীক কাজের জন্য নতুন শো-রুম নিতে পারেন। মানসিক অবশাদ কেটে গেলে কাজে এগিয়ে যাবেন।
সিংহ রাশি (২১জুলাই - ২১ আগষ্ট) ঃ আজ বিদ্যার্থীদের পড়াশোনার চাপ বৃদ্ধি পাবে। আয় রোজগারের ক্ষেত্রে অভিনয় শিল্পী ও সঙ্গীত শিল্পীরা সফল হতে পারবেন। ব্যবসায়ীক কাজে উন্নতির দিন।
কন্যা রাশি (২২ আগষ্ট - ২২ সেপ্টেম্বর) ঃ স্থাবর সম্পত্তি সংক্রান্ত কাজে অর্থ ব্যয়। আত্মীয় স্বজনের সাহায্য লাভের আশা। গৃহস্থালী জীবনে গুরুত্বপূর্ণ পরিবর্তন হতে চলেছে। আজ কর্মক্ষেত্রে প্রত্যাশা পূরণ হবে।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর - ২১ অক্টোবর) ঃ সকল প্রকার বৈদেশিক যোগাযোগে আজ উন্নতির আশা। গণমাধ্যমে কাজের সুযোগ পাবেন। ছোট ভাই বোনের জন্য অর্থ ব্যয়। পাড়া প্রতিবেশীর সাথে চলমান বিরোধ মিটে যাবে।
বৃশ্চিক রাশি (২২ অক্টোবর - ২০ নভেম্বর) ঃ আজকের দিনটি বকেয়া টাকা আদায়ে অগ্রগতির। খুচরা পাইকারী ব্যবসা বাণিজ্যে উন্নতি হবে। বাড়িতে শ্বশুড় শ্বাশুড়ীর আগমন হতে পারে। সঞ্চয়ে উন্নতির দিন।
ধনু রাশি (২১ নভেম্বর - ২০ ডিসেম্বর) ঃ কাজে কর্মে উন্নতির আশা। আয় রোজগারের ক্ষেত্রে সফল হবেন। পুরোন রোগের উপশম হতে পারে। আর্থিক ক্ষেত্রে আজ সফল হতে পারবেন। ব্যক্তিজীবনে উন্নতি।
মকর রাশি (২১ ডিসেম্বর - ২০ জানুয়ারি) ঃ আজ প্রবাসীদের দিনটি সাফল্যের। আয় রোজগারের ক্ষেত্রে উন্নতি হবে। আইনগত জটিলতা এড়িয়ে চলুন। সংসারিক ক্ষেত্রে কিছু বাড়তি ব্যয়ের যোগ।
কুম্ভ রাশি (২১ জানুয়ারি - ১৮ ফেব্রুয়ারি) ঃ আজ চাকরিজীবিদের বকেয়া বেতন বিল আদায় হবে। ঠিকাদারী কাজে নতুন সুযোগ আসতে পারে। প্রভাবশালী বন্ধুর সাথে সম্পর্কের উন্নতির দিন। কর্মক্ষেত্রে সম্মানিত হবেন।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি - ২০ মার্চ) ঃ চাকরিজীবিদের আজ পদোন্নতির যোগ। নতুন দায়িত্ব পেতে পারেন। ব্যক্তি জীবনের সকল বিফলতা কাটিয়ে আজ সফল হতে পারবেন। সম্পর্কের টানাপোড়ন কমে আসবে।

Видео শনিবার ১৭ মে ২০২৫ канала Daily Horoscope দৈনিক রাশিফল
Страницу в закладки Мои закладки
Все заметки Новая заметка Страницу в заметки