Загрузка...

ভেড়ার লোমের কম্বল তৈরির একমাত্র কারিগর যিনি | Pashmina Blanket Making

ভেড়ার লোমের কম্বল তৈরির একমাত্র কারিগর যিনি

প্রযুক্তির উৎকর্ষের এই যুগেও কোন মেশিনপত্র নেই আব্দুল খালেকের কারখানায়। সম্বল বলতে নিজের হাতে বানানো একটি চরকা, ভেড়ার লোম কাটার জন্য দুটি কাঁচি আর নিজের উদ্ভাবিত একটি তাত। অথচ তার তৈরি ভেড়ার লোমের কম্বল শোভা পাচ্ছে ইউরোপের অনেক অভিজাত শপিং মলে। দেশে তিনিই একমাত্র ব্যাক্তি যার হাতে বেঁচে আছে প্রাচীন পদ্ধতিতে কম্বল তৈরির এই লোকশিল্প।

বিষয়টি শুনতে অনেকটি গল্পের মত মনে হলেও চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আব্দুল খালেক ভেড়ার লোম থেকে প্রাচীন পদ্ধতিতে কম্বল তৈরি করে খ্যাতি পেয়েছেন দেশে ও বিদেশে। নিজ কর্মের প্রতি অগাধ শ্রদ্ধাবোধ আর পূর্ব পুরুষের পেশার প্রতি অকৃত্তিম ভালবাসা এখন তাকে দেশে-বিদেশে পরিচিত করছে নতুন রূপে।
কীভাবে আব্দুল খালেক তার পূর্বপুরুষের এ পেশাকে ধরে রেখেছেন তা জানতে আমরা গিয়েছি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নায়াগোলা গ্রামে।
পশুর লোম থেকে কম্বল তৈরী শুরু হয়েছিল প্রাচীন ব্যাবিলন সভ্যতার সময়ে। আর ভারতীয় উপমহাদেশে ঠিক কত দিন আগে ভেড়ার লোমের তৈরি কম্বলের প্রচলন হয়েছিল তার হদিশ পাওয়া যায় না। তবে ঋকবেদে লোম দিয়ে বস্ত্র বয়ন এবং সেই বস্ত্র ধৌতকরণের কথা উল্লেখ আছে।

আব্দুল খালেকের পূর্বপুরুষেরা দেশভাগের সময় চাপাইনবাবগঞ্জের নয়াগোলায় এসে বসতি গড়েছিলেন। সে সময় অবশ্য এই নয়াগোলা গ্রামের অনেকেই ভেড়ার লোমের কম্বল তৈরি করতেন। পরে সময় আর প্রযুক্তির সাথে পাল্লা দিয়ে টিকতে না পেরে হারিয়ে গেছেন কম্বল তৈরির বাকী কারিগরেরা।

তবে অদৃশ্য এক মোহ আর পূর্ব পুরুষের পেশার প্রতি ভালোবাসার টানে আব্দুল খালেক এখনো একাই চালিয়ে যাচ্ছেন ভেড়ার লোম কাটা, সুতো বুনানো , আর কম্বল তৈরীর কাজ। তিনি আমাদেরকে শোনাচ্ছিলেন এই কম্বলের আদি থেকে এযাবৎকালের রোমাঞ্চকর সব ইতিহাস।

এ কম্বল তৈরীর প্রক্রিয়াটা বেশ জটিল। প্রথমে বিশেষ ধরনের কাঁচি দিয়ে কাটা হয় ভেড়ার লোম। এরপর সেগুলো নদীতে ধুয়ে শুকানো হয়। পরিষ্কার করা লোম থেকে হাতে ঘুরানো চরকায় খুব সযত্নে তৈরি করা হয় কম্বলের সুতা।

হাত দিয়ে সুতা এপার-ওপার করার জন্য এই কম্বলগুলোর পুরো প্রস্থ একবারে তৈরি করা সম্ভব হয় না। আর কম্বলে নকশা তৈরি করার জন্য ব্যবহার করা হয় ভিন্ন ভিন্ন রঙের ভেড়ার লোম।

দেড় থেকে দুই হাত প্রস্থের ফালি তৈরি করে পরে সেগুলোকে একত্রে বিশেষভাবে জোড়া দেওয়া হয়। একসাথে জোড়া কম্বলকে পানি ও রোদে বিশেষ প্রক্রিয়ায় শোধন করা হয়। এরপরেই সেগুলো দৃষ্টিনন্দন আর আরামদায়ক কম্বল হয়ে ওঠে। এ কম্বলগুলোতে এত উষ্ণতা পাওয়া যায় যে মাইনাস তাপমাত্রাও হার মানে। লোকশিল্পের ইতিহাস নিয়ে কাজ করা সকলেই চান কম্বল তৈরির এ পদ্ধতিটা বেঁচে থাকুক।
প্রিয় দর্শক এ কম্বল নিয়ে আপনাদের আকাংখার কথা আমরা জানতে চাই কমেন্ট বক্সে। আপনাদের চাওয়াগুলো আমরা পৌঁছে দেবো আব্দুল খালের কাছে। আমাদের এই প্রচেষ্টাটি ভাল লাগলে একটি দিয়ে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল।

#ভেড়ারলোমেরকম্বল, #কম্বল, #pashmina,
-------------------------------------------------------------------------------------------------------------------------
Related Tags

#ভেড়ারলোমেরকম্বল,
#ভেড়ারলোমেরকম্বলশিল্প,
#অবলুপ্তেরপথেভেড়ারলোমেরকম্বলশিল্প,
#কম্বল,
#ভেড়ারখামার,
#ভেড়ারলোম,
#ভেড়ারলোমকাঁটা,
#ভেড়াপশমথেকেকম্বলতৈরি,
#ভেরারলোমকাটারমেশিন,
#ভেড়ারপশম,
#ভেড়ারজাত,
#কম্বলেরদাম,
#ভেড়ারলোমকাটারমেশিন,
#ভেড়ারমাংশ,
#কম্বলশিল্প,
#ভেড়ারখুরকাটারনিয়ম,
#ভেড়ারমাংশেররেসিপি,
#ভেড়ারপশমকাঁটা,
#pashmina,
#pashminashawl,
#purepashminashawl,
#kashmiripashminashawl,
#priceofpashminashawls,
#pashminashawlpriceinpakistan,
#pashminakashmirishawls,
#pashminashawldesign,
#pashminashawlprice,
#pashminashawlsjnkkashimiriclothsshopping,
#pashminashawlringtest,
#kashmirishawl,
#pashminatutorial,
#pashminashawl2021,
#kashmirpashmina,
#gikashmirpashmina,
#howtowearapashminashawl,
#pashminas,
#kashmiripashminashawlwholesale,
#kashmirshawls,

Видео ভেড়ার লোমের কম্বল তৈরির একমাত্র কারিগর যিনি | Pashmina Blanket Making канала Amio Creation
Страницу в закладки Мои закладки
Все заметки Новая заметка Страницу в заметки