Загрузка страницы

Se maa hote pare ni- kolome o pathe Sonali Mukherjee

বিয়ের ঠিক দু বছর পরে, মেয়েটি মা হবার আনন্দ নিজের মতন করে অনুভব করলো। যদিও পেশাগতভাবে ডক্টর হবার সুবাদে, রোজ নতুন নতুন মা হবার অনুভূতি অন্য মহিলাদের চোখে দেখত। নিজে মা হবার আনন্দ যে ঠিক কতটা এটা বোধহয় নিজে মা না হলে বোঝা যায় না। নিজের মতন করে উপভোগ করা যায় না।

বাড়িতে খুশির আমেজ, এ যে পুত্র নয় এ তো রাজপুত্র!

ছোট শিশুপুত্র নিয়ে তার জমিয়ে ব্যস্ত সংসার। রূপে ও গুনে সর্বোৎকৃষ্ট করে তুলতে চায় তাকে।
ছেলেটি ও তৈরি হয়েছে সেইরকম। মা হয়ে ডক্টর অদিতি গর্বিত ছেলেকে নিয়ে। স্কুল, কলেজে পড়াকালীন সবাই তার ছেলেকে প্রশংসায় ভরিয়ে দিয়েছে। মা হয়ে কার না এটা ভালো লাগে!

দিন গেল, ছেলে কলেজের গন্ডি পেরিয়ে বড় চাকরির দরজায় পা দিয়েছে।
কোনোদিন অসাবধানতা বসত ব্যাগ থেকে কাগজপত্র বের করতে গিয়ে পড়ে গেল কিছু খোলা সিগারেট। মায়ের চোখ পড়ল সিগারেটের প্যাকেট টার দিকে- মনে মনে কষ্ট হলেও...'ছেলে বড় হয়েছে, নিজের মতন বাঁচতে শিখুক ' ভেবে, না দেখার ভান করলো অদিতি।
এমন ই ভাবে ছেলের যে এক সঙ্গিনীও জুটেছে সে খবরও কানে এসেছে। মায়ের মন তো, লুকিয়ে লুকিয়ে দেখার চেষ্টা করে, কেমন মেয়ে সে।
অদিতি চিরকাল ই গর্বিত ছেলেকে নিয়ে। সঙ্গিনীকে বেশ পছন্দ অদিতির। সম্ভ্রান্ত পরিবারের, সুন্দর দেখতে, ফুটফুটে চেহারার মেয়েটি। বাবা মায়ের একটি মাত্র সন্তান সে। মনে মনে সে পুত্রবধূ হিসেবে, মেনে নিয়েছে, শুধু অপেক্ষা, ছেলের মুখ থেকে শোনার।

রাত দুপুরে ফোনের ইমার্জেন্সি কলে দৌড়ে তাকে অপেরাশন থিয়েটারে আসতে হয়। সেই একঘেয়ে হাতকাটার গল্প।

অদিতি মনে মনে ভাবতে লাগে, এই নবপ্রজন্মরা একদম পৃথিবীকে চিনতে শিখলো না। একটু নিজের ইচ্ছের বাইরে কিছু হলেই অমনি ওরা পৃথিবী ছেড়ে পালিয়ে যেতে চায়। এক রাতের আদিম খেলায় মত্ত হয়ে, তারপর চার পাঁচটা স্লিপিং পিল খেয়ে, কোনরকমে নিজের দায় মুক্ত হবার চেষ্টা! এটাই কি জীবন!

ভাবতে ভাবতে ঘরে ঢুকেই অবাক হয়ে দেখে, মুখটা ভীষণ চেনা- তার সেই ছেলের বান্ধবী টি না?

অনেক চেষ্টা করেও ব্যান্ডেজের উপর ব্যান্ডেজ লাগিয়েও আজকে কিছুতেই রক্ত বন্ধ করতে পারছে না অদিতি। গর্ভে একটি ভ্রুনের অস্তিত্ব টের পাওয়া যাচ্ছে। হয়তো তার পিতা তার অস্তিত্ব স্বীকার করতে চাইছে না?
ভ্রুনের শীতলতা তাকে জানান দিচ্ছে, তার মা হওয়া হলো না।

সে মা হতে পারে নি।

Видео Se maa hote pare ni- kolome o pathe Sonali Mukherjee канала Sonali Mukherjee
Показать
Комментарии отсутствуют
Введите заголовок:

Введите адрес ссылки:

Введите адрес видео с YouTube:

Зарегистрируйтесь или войдите с
Информация о видео
5 мая 2021 г. 0:49:01
00:03:25
Яндекс.Метрика