মাসব্যাপী ইফতার বিতরণে ষষ্ঠ বছরে গাউছিয়া কমিটি কুমিল্লা | News Room BD | Cumilla | Iftar Program
মাসব্যাপী ইফতার বিতরণে ষষ্ঠ বছরে গাউছিয়া কমিটি কুমিল্লা
নিজস্ব প্রতিবেদক //
কুমিল্লায় গাউছিয়া কমিটি বাংলাদেশ কুমিল্লার আয়োজনে, স্বেচ্ছাসেবী সাতটি সংগঠনের সহযোগিতায় মাসব্যাপী সাহরি ও ইফতার বিতরণ ষষ্ঠ বছরের ২৭ তম দিনে নগরীর টাউন হল মাঠ ও প্রেসক্লাবের সামনে পথচারী রোজাদার মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়।
এসময় পথচারী রোজাদার সকল শ্রেনীর পেশাজীবি মানুষ অংশগ্রহণ করেন।
স্বেচ্ছাসেবী সংগঠনের মধ্যে রয়েছে জাগরন মানবিক সংগঠন, ক্বাদেরিয়া ইসহাকিয়া ফাউন্ডেশন, ক্ষুধা মিঠাই কুমিল্লা, ফাতিহা ফাউন্ডেশন, প্রবাসী মানবিক ফাউন্ডেশন ও কাজী ফাউন্ডেশন।
জাগরণ মানবিক সংগঠনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ জাবের হোসাইনের সাথে কথা বলে জানা যায় করোনা কালীন সময়ে ২০২০ সালে পুরো কুমিল্লায় যখন কমপ্লিট শাটডাউন ছিল, মানুষ যখন খাবারের অভাবে হাহাকার করছিল, হাসপাতালের দরজা গুলো খাবারের প্রতীক্ষায় ছিল, হোটেল রেস্তোর খাবার দোকান বন্ধ থাকায় শ্রমজীবী পেশাজীবী পথচারী মানুষগণ অনেক কষ্ট পাচ্ছিল তখনই জাগরণ পরিবার ও গাউছিয়া কমিটির যৌথ প্রচেষ্টায় এক ঝাঁক স্বেচ্ছাসেবী ভাইদের সহযোগিতায় ৩০ দিন ব্যাপী সাহরি ও ইফতার বিতরণ কর্মসূচি গ্রহণ করা হয়। দেখতে দেখতে কল্পনাতীত এই প্রোগ্রামটি ষষ্ঠ বছরে এসে পদার্পণ করে। এ বছরও আমরা আপনাদের দোয়া ভালোবাসা ও একান্ত সহযোগিতায় সাহরি ও ইফতার বিতরণ করে যাব ইনশাআল্লাহ। এ কর্মসূচির অন্যতম আয়োজক সাজ্জাদ হোসেন বলেন আমি এই প্রোগ্রামের সাথে থাকতে পেরে আনন্দিত। ইনশাআল্লাহ ৩০ দিন পর্যন্ত আমি যথাযথ চেষ্টা করে যাবো। আপনাদের দোয়া ও সহযোগিতা কামনা করি।
এছাড়াও মাসব্যাপী এ কার্যক্রমের সহযোগী হিসেবে ছিলেন নুসাইর এডুকেশন ও কুটুমবাড়ী বিরিয়ানী হাউজ।
Видео মাসব্যাপী ইফতার বিতরণে ষষ্ঠ বছরে গাউছিয়া কমিটি কুমিল্লা | News Room BD | Cumilla | Iftar Program канала News Room BD
নিজস্ব প্রতিবেদক //
কুমিল্লায় গাউছিয়া কমিটি বাংলাদেশ কুমিল্লার আয়োজনে, স্বেচ্ছাসেবী সাতটি সংগঠনের সহযোগিতায় মাসব্যাপী সাহরি ও ইফতার বিতরণ ষষ্ঠ বছরের ২৭ তম দিনে নগরীর টাউন হল মাঠ ও প্রেসক্লাবের সামনে পথচারী রোজাদার মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়।
এসময় পথচারী রোজাদার সকল শ্রেনীর পেশাজীবি মানুষ অংশগ্রহণ করেন।
স্বেচ্ছাসেবী সংগঠনের মধ্যে রয়েছে জাগরন মানবিক সংগঠন, ক্বাদেরিয়া ইসহাকিয়া ফাউন্ডেশন, ক্ষুধা মিঠাই কুমিল্লা, ফাতিহা ফাউন্ডেশন, প্রবাসী মানবিক ফাউন্ডেশন ও কাজী ফাউন্ডেশন।
জাগরণ মানবিক সংগঠনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ জাবের হোসাইনের সাথে কথা বলে জানা যায় করোনা কালীন সময়ে ২০২০ সালে পুরো কুমিল্লায় যখন কমপ্লিট শাটডাউন ছিল, মানুষ যখন খাবারের অভাবে হাহাকার করছিল, হাসপাতালের দরজা গুলো খাবারের প্রতীক্ষায় ছিল, হোটেল রেস্তোর খাবার দোকান বন্ধ থাকায় শ্রমজীবী পেশাজীবী পথচারী মানুষগণ অনেক কষ্ট পাচ্ছিল তখনই জাগরণ পরিবার ও গাউছিয়া কমিটির যৌথ প্রচেষ্টায় এক ঝাঁক স্বেচ্ছাসেবী ভাইদের সহযোগিতায় ৩০ দিন ব্যাপী সাহরি ও ইফতার বিতরণ কর্মসূচি গ্রহণ করা হয়। দেখতে দেখতে কল্পনাতীত এই প্রোগ্রামটি ষষ্ঠ বছরে এসে পদার্পণ করে। এ বছরও আমরা আপনাদের দোয়া ভালোবাসা ও একান্ত সহযোগিতায় সাহরি ও ইফতার বিতরণ করে যাব ইনশাআল্লাহ। এ কর্মসূচির অন্যতম আয়োজক সাজ্জাদ হোসেন বলেন আমি এই প্রোগ্রামের সাথে থাকতে পেরে আনন্দিত। ইনশাআল্লাহ ৩০ দিন পর্যন্ত আমি যথাযথ চেষ্টা করে যাবো। আপনাদের দোয়া ও সহযোগিতা কামনা করি।
এছাড়াও মাসব্যাপী এ কার্যক্রমের সহযোগী হিসেবে ছিলেন নুসাইর এডুকেশন ও কুটুমবাড়ী বিরিয়ানী হাউজ।
Видео মাসব্যাপী ইফতার বিতরণে ষষ্ঠ বছরে গাউছিয়া কমিটি কুমিল্লা | News Room BD | Cumilla | Iftar Program канала News Room BD
Комментарии отсутствуют
Информация о видео
29 марта 2025 г. 15:03:19
00:01:58
Другие видео канала



















