Загрузка страницы

আবু বকর মুহাম্মাদ যাকারিয়া স্যার কে? বিস্তারিত ডেসক্রিপশন ও কমেন্টে

আবু বকর মুহাম্মাদ যাকারিয়া স্যার আমাদের গর্ব । তার মতো জ্ঞানী মানুষ পাওয়া আমাদের সৌভাগ্য আলহামদুলিল্লাহ। তিনি আমাদের রত্ন। আল্লাহর জন্য স্যারকে ভালোবাসি। তার সম্পর্কে বেশি কিছু লেখার প্রয়োজন নাই। তার সম্পর্কে সবাই জানে। তবে তার সম্পর্কে অনেকের চুলকানি আছে। কারণ তিনি শিয়া, রফেজি,খরেজি, জাহমিয়া, ইখওয়ানি-ব্রাদারহুড, মু'তাজিলা, মুরজি'আহ, আশআরী, মাতুরিদী, মওদুদি, কাদেরীয়া, জাবারিয়া, আহলে কোরআন, হিজবুত তাওহীদ, সুফি, দেওয়ান বাগী, কাদিয়ানী, সা'দ পন্থী, জুবায়ের পন্থী, ব্রেলভী, রেজবি, পীর তন্ত্র, মাজার পূজারী, জামায়াতে তাবলীগ, সুরুরি, বিদ'আতিদের আতংক। তাই তাদের স্যারের বিষয়ে চুলকানি আছে এবং থাকবে।

❓ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া স্যার কে

বাংলাদেশের সালাফী আকিদার সবচেয়ে বড় আলেমদের একজন। ইসলামী পণ্ডিত, মিডিয়া ব্যক্তিত্ব, অধ্যাপক, লেখক, দাঈ ও ইসলামী বক্তা।তিনি ইসলামী বিশ্ববিদ্যালয় বাংলাদেশের আল ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের একজন অধ্যাপক।

তিনি এনটিভি, পিস টিভিসহ বিভিন্ন টেলিভিশন চ্যানেলের ইসলামী অনুষ্ঠন করেছেন। এছাড়াও তিনি পত্র-পত্রিকায় লেখালিখি করে থাকেন।

তার লিখিত বাংলা ভাষায় কুরআনের অনুবাদ ও সংক্ষিপ্ত তাফসির যা তাফসীরে যাকারিয়া নামে পরিচিত, তা সৌদি আরবের সরকারি প্রকাশনালয় কিং ফাহাদ প্রিন্টিং প্রেস থেকে প্রকাশিত হয়েছে।

🧑‍🎓তিনি নিজ গ্রামের ফাযিল মাদরাসা থেকে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হওয়ার পর তিনি তৎকালীন ইসলামী শিক্ষার সর্বোচ্চ বিদ্যাপিঠ মাদরাসা - ই - আলীয়া ঢাকা হতে ১৯৮৮ সালে অনুষ্ঠিত কামিল পরীক্ষায় সম্মিলিত মেধা তালিকায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেন। তারপর মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে অনার্স, মাষ্টার্স, এম.ফিল ও পিএইচ.ডি ডিগ্রি অর্জন করেন

💥লেখকের এম-ফিল থিসিসের শিরোনাম ছিল “আশ-শির্ক ফিল কাদীম ওয়াল হাদীস” (আধুনিক ও প্রাচীন শির্ক)। যা সাউদী আরবস্থ মাকতাবাতুর রুশদ হতে তিন খণ্ডে প্রকাশিত হয়েছে। যা আরব বিশ্বে অধিক প্রচারিত। দেখুনঃ
https://www.goodreads.com/author/show/7448423._

💥তাঁর পিএইচ. ডি অভিসন্ধর্ভ ছিল “আল-হিন্দুসিয়্যাহ ওয়া তাআসসুরু বা‘দিল ফিরাক্বিল ইসলামিয়্যাতি বিহা” (হিন্দু ধর্ম ও তার দ্বারা প্রভাবিত ইসলামী উপদলসমূহ)। আরবী ভাষায় হিন্দু ধর্মের উপর এটিই প্রথম পিএইচ. ডি থিসিস। যা সৌদী আরবস্থ ‘মাকতাবাতু দারুল আওরাক্ব আস-সাক্বাফিয়্যাহ থেকে তিন খণ্ডে প্রকাশিত ও আরব বিশ্বে বহুল প্রসারিত। এ গ্রন্থ সম্পর্কে আরবদের বক্তব্য দেখতে পারেন, নিম্নোক্ত লিংকে:
https://youtu.be/l73RuVlmfzg?si=ybSY0ZrxFuRV2QRp

অনুরূপভাবে তিনি আরবী ভাষায় আরও কয়েকটি গ্রন্থ রচনা করেছেন।
https://ketabpedia.com/book_author/

আরবী ভাষার বিখ্যাত ওয়েবসাইট ‘শামেলাহ’ লাইব্রেরীতে তাঁর বেশ কিছু বই স্থান পেয়েছে।
https://shamela.ws/index.php/author/1532

তাঁর কিছু আর্টিকেল আন্তর্জাতিকভাবে সমাদৃত হয়েছে। দেখুন,
https://iu-ac.academia.edu/zakaria

বিশ্ববিখ্যাত ১২৩ ভাষায় ইসলামের প্রচার-প্রসারের ওয়েবসাইট IslamHouse.com এ তাঁর লিখিত, সম্পাদিত বই, অডিও ও ভিডিও এর সংখ্যা বর্তমান সময় পর্যন্ত ৯৩১টি
https://islamhouse.com/ar/author/25506/

Видео আবু বকর মুহাম্মাদ যাকারিয়া স্যার কে? বিস্তারিত ডেসক্রিপশন ও কমেন্টে канала Riyad
Показать
Страницу в закладки Мои закладки
Все заметки Новая заметка Страницу в заметки