Загрузка страницы

মুকুন্দদাস ও রবীন্দ্রনাথ প্রচন্ড বিস্ময়ে স্তব্ধ হয়ে গেলেন সেই দৃশ্য দেখে - বামাক্ষ্যাপা লীলা কাহিনী

মহর্ষি দেবেন্দ্রনাথ ও পরবর্তীকালে কবিগুরু রবীন্দ্রনাথ এবং বিপ্লবী মুকুন্দ দাসের বামদেব দর্শনের বিস্তারিত তথ‍্য " মহাপীঠ তারাপীঠ " ও " সাধু সান্নিধ্যে রবীন্দ্রনাথ " গ্রন্থে তুলে ধরেছেন ওই গ্রন্থদ্বয়ের লেখক বিপুল কুমার গঙ্গোপাধ্যায়। মহর্ষি দেবেন্দ্রনাথের যোগীগুরু বহেরা বাবার সান্নিধ্য লাভ করেছিলেন বিপুল বাবু। এই বহেরা বাবা কবিগুরু রবীন্দ্রনাথের বিবাহের দিন উপস্থিত থেকে সস্ত্রীক রবীন্দ্রনাথকে আশীর্বাদ করেছিলেন। রবীন্দ্রনাথের গৃহ চিকিৎসক জে.এম.দাশগুপ্ত, যিনি বামদেবের শিষ‍্য রামনাথ অঘোরী বাবার সাথে রবীন্দ্রনাথের সাক্ষাৎ করিয়ে দিয়েছিলেন, তিনি বিপুল বাবুর গুরু ভ্রাতা ছিলেন। এছাড়া রবীন্দ্রনাথের স্নেহধন‍্য হেমলতা ঠাকুর ( রবীন্দ্রনাথের দাদা দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের জ‍্যেষ্ঠা পুত্রবধু, যিনি বহুবছর রবীন্দ্রনাথকে কাছ থেকে দেখেছেন ), ড. রাধাকমল মুখোপাধ‍্যায়, প্রখ‍্যাত ডি এল রায়ের পুত্র দিলীপ কুমার রায়, প্রমুখদের সান্নিধ্যে এসেছেন বিপুল বাবু এবং তাঁদের কাছ থেকে মহর্ষি দেবেন্দ্রনাথ ও কবিগুরু রবীন্দ্রনাথ সম্পর্কে দুর্লভ তথ‍‍্য সংগ্রহ করেছেন।

স্বদেশী আন্দোলনের সময় চারণ কবি ও বিপ্লবী মুকুন্দ দাসের সহযোগী বিপ্লবী ও পরবর্তীকালের আধ‍্যাত্ম‍্য সাধক বিনয় কুমার শাস্ত্রীকে মুকুন্দ দাস তাঁর ও রবীন্দ্রনাথের তারাপীঠ তথা বামদেব দর্শনের কথা সবিস্তারে বলেছিলেন। বিনয় কুমার শাস্ত্রীর সান্নিধ্য ধন‍্য তাঁর শিষ‍্য সাধক শ্রী সুশীল কুমার দত্ত মহাশয় উপরোক্ত কাহিনি বিপুল বাবুকে বলেন।

নিরাকার ব্রহ্মের উপাসক হওয়া সত্বেও দ্বারকানাথ গৃহে মহা সমারোহে দুর্গা পূজা করতেন। এবং পিতার এই কর্মযজ্ঞে মহর্ষি দেবেন্দ্রনাথও সহযোগিতা করতেন..শান্তিনিকেতনের ব্রহ্মচর্য বিদ‍্যালয়ের অধ‍্যক্ষ বিশিষ্ট ক্রিয়াযোগী ভূপেন্দ্রনাথ সান‍্যাল বামদেবের কৃপাধন‍্য ছিলেন। তাঁর কাছ থেকে বামদেবের কথা রবীন্দ্রনাথ শুনে থাকতেই পারেন। রবীন্দ্রনাথ তাঁর জীবনে শ্রীরামকৃষ্ণ,স্বামী বিবেকানন্দ, বহেরা বাবা, বামদেবের শিষ‍্য রামনাথ অঘোরী বাবা, তারা মায়ের সাধিকা রাঙা মা প্রমুখের সান্নিধ্যে এসেছেন, তাই বাংলা তথা ভারত বিশ্রুত মহাপুরুষ বামদেবের সান্নিধ্য লাভের তিনি ইচ্ছুক হবেন এটাই স্বাভাবিক..
বিপ্লবী মুকুন্দ দাস কখনো কখনো রবীন্দ্রনাথের সাথে সাক্ষাৎ করতে আসতেন। একবার সেই রকম সাক্ষাতে মুকুন্দ দাস বামদেবকে দর্শন করতে যাচ্ছেন জেনে রবীন্দ্রনাথও যাওয়ার মনস্থির করেন।

বামদেব দেবেন্দ্রনাথকে বলেছিলেন যে আশ্রমের জন‍্য তিনি জমি পেয়ে যাবেন আশ্চর্য ভাবে। সত‍্য ই " আশ্চর্য " ভাবে দেবেন্দ্রনাথ বিশাল জমি পেয়েছিলেন মাত্র একটি টাকার বিনিময়ে। এর প্রমাণ আজও পাওয়া যাবে বোলপুর সাব রেজেস্ট্রী অফিসে পুরাতন নথি ঘাঁটলে..

আধ‍্যাত্মিক উপলব্ধি, দর্শন ও প্রাপ্তি একান্তই ব‍্যক্তিগত সম্পদ, যা সাধারণত অনেকেই জনসমক্ষে প্রকাশ করেন না। মহাত্মা তারাক্ষ‍্যাপার সাথে নেতাজী সুভাষচন্দ্র বসুর যোগাযোগ ছিল, কিন্তু নেতাজী তাঁর কোন লেখায় এই কথা তুলে ধরেননি। নরেন্দ্রনাথ ( স্বামী বিবেকানন্দ ) বামদেবের দর্শনে এসেছিলেন, সেই কথা তিনি তাঁর কোন গ্রন্থে উল্লেখ করেননি। যদিও জানা যায় মুকুন্দ দাস তাঁর ও কবিগুরুর বামদেব দর্শনের উল্লেখ করেছেন তাঁর লেখা তাঁরই আত্মজীবনী মূলক গ্রন্থে..
আরো একটি গুরুত্বপূর্ণ তথ‍্য হল, কবিগুরু ও মুকুন্দ দাস ইংরেজি 1906 সাল ( বাংলা ১৩১৩ সন ) এ বামদেবকে দর্শন করেছিলেন। " আমার মাথা নত করে দাও হে তোমার ".. গানটির রচনাকালও ইংরেজি 1906 সাল ( বাংলা ১৩১৩ সন )।

পরিশেষে জানাই, আমরা স্বনামধন্য লেখক বিপুল কুমার গঙ্গোপাধ্যায়ের গ্রন্থে উল্লেখিত তথ‍্যর ভিত্তিতেই এই ভিডিও নির্মাণ করেছি। যদি করো এর সত‍্যতা নিয়ে সংশয় জাগে, তাহলে সে প্রসঙ্গে আমাদের বক্তব‍্য হল -

" মহাপীঠ তারাপীঠ " গ্রন্থের খন্ডগুলি অত‍্যন্ত জনপ্রিয়তা লাভ করেছিল। প্রচুর মানুষ ওই গ্রন্থ পড়েছিলেন ও এখনও মানুষ পড়ছেন। তাছাড়া শুধু তো এই গ্রন্থ নয়, " সাধু সান্নিধ্যে রবীন্দ্রনাথ " নামে আলাদা একটি গ্রন্থও লিখেছেন তিনি। সেখানে মহর্ষি দেবেন্দ্রনাথ ও কবিগুরু রবীন্দ্রনাথের বামদেব দর্শনের তথ‍্যমূলক বিস্তারিত বিবরণ তুলে ধরেছেন তিনি। উপযুক্ত তথ‍্য ছাড়া এই রকম গ্রন্থ লেখা কি সম্ভব? আর তিনি যদি অসত‍্য তথ‍্য লিখতেন তাহলে ঠাকুর পরিবার বা কোন রবীন্দ্র গবেষক- গুনীজনের তরফ থেকে নিশ্চয়ই এর বিরুদ্ধে প্রতিবাদ হতো, কোন পদক্ষেপ নেওয়াও হতে পারতো কিন্তু সেরকম কোন কিছুই ঘটেনি।

ধন্যবাদ। 🙏

মা ত্বং হি তারা চ‍্যানেল

Видео মুকুন্দদাস ও রবীন্দ্রনাথ প্রচন্ড বিস্ময়ে স্তব্ধ হয়ে গেলেন সেই দৃশ্য দেখে - বামাক্ষ্যাপা লীলা কাহিনী канала Maa Twang Hi Tara
Показать
Комментарии отсутствуют
Введите заголовок:

Введите адрес ссылки:

Введите адрес видео с YouTube:

Зарегистрируйтесь или войдите с
Информация о видео
23 марта 2021 г. 4:47:47
00:12:50
Другие видео канала
বামদেব বাবার মাতৃশ্রাদ্ধে আসলে কি ঘটেছিল?বামদেব বাবার মাতৃশ্রাদ্ধে আসলে কি ঘটেছিল?শুধুমাত্র পুরোহিতদের জন্য সাধক বামাক্ষ্যাপা কালীঘাটে এসেও মাকে স্পর্শ করতে পারেননি, কী ঘটেছিল সেদিন?শুধুমাত্র পুরোহিতদের জন্য সাধক বামাক্ষ্যাপা কালীঘাটে এসেও মাকে স্পর্শ করতে পারেননি, কী ঘটেছিল সেদিন?বামদেব ও নন্দা হাড়ি প্রসঙ্গবামদেব ও নন্দা হাড়ি প্রসঙ্গকঠিন অগ্নি পরীক্ষায় ফেললেন তারামা তাঁর সন্তান বামাকে | তারপর বামাক্ষ্যাপা বাবা কী করলেন? Bamakhyapaকঠিন অগ্নি পরীক্ষায় ফেললেন তারামা তাঁর সন্তান বামাকে | তারপর বামাক্ষ্যাপা বাবা কী করলেন? Bamakhyapaকী এমন জিনিস যা কেবলমাত্র বামাক্ষ্যাপার কাছেই ছিল? যার জন্য তিনি দক্ষিনেশ্বর থেকে তারাপীঠ এসেছিলেন?কী এমন জিনিস যা কেবলমাত্র বামাক্ষ্যাপার কাছেই ছিল? যার জন্য তিনি দক্ষিনেশ্বর থেকে তারাপীঠ এসেছিলেন?বামদেব বাবার মশারি বৃত্তান্তবামদেব বাবার মশারি বৃত্তান্তমৃতকে প্রাণদান করেছিলেন বামাক্ষ্যাপা - এই কলকাতার বুকেই |এক অত্যাশ্চর্য ঘটনা | Bamakhepa |Tarapithমৃতকে প্রাণদান করেছিলেন বামাক্ষ্যাপা - এই কলকাতার বুকেই |এক অত্যাশ্চর্য ঘটনা | Bamakhepa |Tarapithভিডিও টির শেষভাগে পঞ্চমুন্ডি ও কালু ভৈরবের Original প্রাচীন ও দুর্লভ ছবি দেখুন।ভিডিও টির শেষভাগে পঞ্চমুন্ডি ও কালু ভৈরবের Original প্রাচীন ও দুর্লভ ছবি দেখুন।তারাপীঠে বামদেবের ব্যবহৃত একমাত্র আশ্রম কুটির কোথায় রয়েছে?তারাপীঠে বামদেবের ব্যবহৃত একমাত্র আশ্রম কুটির কোথায় রয়েছে?বামদেবের স্পর্শে মুহুর্তে পার হয়ে গেলেন  ৫০০ মাইল পথ 🙏Bamakhyapa। Tarapith। Bamdevবামদেবের স্পর্শে মুহুর্তে পার হয়ে গেলেন ৫০০ মাইল পথ 🙏Bamakhyapa। Tarapith। Bamdevদেহে ঘৃণা থাকলে ভিডিওটি নাও দেখতে পারেন | বামাক্ষ্যাপা বাবার অবিশ্বাস্য মহালীলা তারাপীঠের মহাশ্মশানেদেহে ঘৃণা থাকলে ভিডিওটি নাও দেখতে পারেন | বামাক্ষ্যাপা বাবার অবিশ্বাস্য মহালীলা তারাপীঠের মহাশ্মশানেবৃন্দাবনে সাধক বামাক্ষ্যাপার অলৌকিক পুজা || খাঁড়ার এক কোপে কেটে দিয়েছিলেন মায়ের শরীর ||  Bamakhepa||বৃন্দাবনে সাধক বামাক্ষ্যাপার অলৌকিক পুজা || খাঁড়ার এক কোপে কেটে দিয়েছিলেন মায়ের শরীর || Bamakhepa||গভীর রাতে মহাশ্মশানে শিশুটিকে শুইয়ে রাখতে বললেন বামাক্ষ‍্যাপা, তারপর.....?গভীর রাতে মহাশ্মশানে শিশুটিকে শুইয়ে রাখতে বললেন বামাক্ষ‍্যাপা, তারপর.....?বাড়িতে কিভাবে তারা মায়ের নিত্য পুজো করবেন? কোন মন্ত্র জপ করবেন?বাড়িতে কিভাবে তারা মায়ের নিত্য পুজো করবেন? কোন মন্ত্র জপ করবেন?তারাপীঠ কালিমন্দিরের পাঁচটি অলৌকিক রহস্য । এই আসনে বসলে পিছন জ্বলে যাবে । Mysteries  in Tarapith  |তারাপীঠ কালিমন্দিরের পাঁচটি অলৌকিক রহস্য । এই আসনে বসলে পিছন জ্বলে যাবে । Mysteries in Tarapith |নদীতে নৌকাডুবি থেকে ভক্তকে রক্ষা করলেন বামাক্ষ্যাপা | Bamakhepa | Tarapith | Joy Ma Taraনদীতে নৌকাডুবি থেকে ভক্তকে রক্ষা করলেন বামাক্ষ্যাপা | Bamakhepa | Tarapith | Joy Ma TaraInformation regarding Maa Tara and Bamdev baba (মা তারার অষ্ট রূপ ও বামদেব)| by SHAYAMA KHAPAInformation regarding Maa Tara and Bamdev baba (মা তারার অষ্ট রূপ ও বামদেব)| by SHAYAMA KHAPAকালীঘাটের মায়ের এই ভয়ঙ্কর রূপের কী রহস্য? | এর আগে যা ছিল আপনাদের অজানা | Kalighat Mandir | Historyকালীঘাটের মায়ের এই ভয়ঙ্কর রূপের কী রহস্য? | এর আগে যা ছিল আপনাদের অজানা | Kalighat Mandir | Historyবামাক্ষেপার অজানা অলৌকিক কাহিনী জানলে অবাক হয়ে যাবেন।  Tarapith mandir bamakhepa |বামাক্ষেপার অজানা অলৌকিক কাহিনী জানলে অবাক হয়ে যাবেন। Tarapith mandir bamakhepa |
Яндекс.Метрика