Загрузка страницы

অবাক করা কান্ড দেখুন || কথা বলা এক মজার পাখি ময়না

অবাক করা কান্ড দেখুন || কথা বলা এক মজার পাখি ময়না

পাতি ময়না, সোনাকানি ময়না, পাহাড়ি ময়না বা ময়না মাঝারি আকারের কথা-বলা পাখি।

বৈজ্ঞানিক নামঃ Gracula Religiosa। পাতি ময়নার বৈজ্ঞানিক নামের অর্থ পবিত্র পাতিকাক (লাতিনঃ Graculus = পাতিকাক, Religiosus = পবিত্র)।

অবিশ্বাস্য হলেও সত্য, ময়না পাখি কথা বলতে পারে। পাখিরা মানুষের মতো যে কথা বলতে পারে যারা টিয়া কিংবা ময়না পাখির কথা শুনেছেন তারা নির্দ্বিধায় বলতে পারবেন।

পাখিটি বাংলাদেশ, ভারত ছাড়াও দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে দেখা যায়। সারা পৃথিবীতে এক বিশাল এলাকা জুড়ে এদের বসবাস। প্রায় ৩৯ লক্ষ ৯০ হাজার বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এদের আবাস। কিন্তু দূ:খের বিষয় বিগত কয়েক দশক ধরে এদের সংখ্যা ক্রমেই কমছে। তবে আশঙ্কাজনক পর্যায়ে যেয়ে পৌঁছেনি। সেকারণে আই. ইউ. সি. এন. এই প্রজাতিটিকে ন্যূনতম বিপদগ্রস্ত বলে ঘোষণা করেছে। বাংলাদেশের বন্যপ্রাণী আইনে এ প্রজাতিটি সংরক্ষিত।

বিবরণঃ পাতি ময়না মাঝারি কালো রঙের পাখি। এর দৈর্ঘ্য কমবেশি ২৯ সেমি , ডানা ১৭ সেমি, ঠোঁট ৩ সেমি, পা ৩.৫ সেমি, লেজ ৮ সেমি ও ওজন ২১০ গ্রাম। ভাত শালিকের (Acridotheres Tristis) তুলনায় এটি আকারে একটু বড়।

সাধারণ অবস্থায় প্রাপ্তবয়স্ক পাখিকে পুরোপুরি চকচকে ঘোর কৃষ্ণবর্ণ দেখায়। প্রজননের সময় মাথা আর ঘাড়ে হালকা বেগুনী আভা দেখা যায়। পালকহীন চামড়ার পট্টি হলুদ এবং চোখের নিচে, মাথার পাশে ও পেছনে মাংসল উপাঙ্গ থাকে। ওড়ার সময় ডানার সাদা পট্টি স্পষ্ট দেখা যায়, এমনিতে বসে থাকলে ডানা দিয়ে তা ঢাকা থাকে। চোখ কালচে বাদামি। ঠোট শক্ত ও হলুদ, ঠোঁটের আগা কমলা রঙের। পা ও পায়ের পাতা হলুদ। স্ত্রী ও পুরুষ পাখির চেহারা একই রকম। অপ্রাপ্তবয়স্ক পাখির ঠোঁট তুলনামূলক অনুজ্জ্বল হলদে-কমলা। মাংসল উপাঙ্গ ফিকে হলুদ এবং পালক কম উজ্জ্বল।

আমাদের দেশে সাধারণত তিন ধরনের ময়না পাখি দেখা যায়। বান্দরবান, সিলেট, ময়মনসিংহ জেলায় এদের বিচরণ।

বান্দরবন জেলার ময়নাঃ এই ময়না পাখি লম্বা ধরনের হয়। ঠোঁট সরু ও হালকা কমলা রং ও ঠোঁটের অগ্রভাগ হলুদ হয়ে থাকে। মাথার চারপাশের মাংসল উপাঙ্গের রং হালকা হলুদ। এরা দারুন ডাকতে পারে। এরা দারুন কথা বলতে পারে। কথা বলা ময়নার মধ্যে এরা বেশি সবচেয়ে বেশি কথা বলতে পারে।

সিলেটের ময়নাঃ এই ময়না পাখির একটু মোটা ও গোল ধরনের হয়৷ ঠোঁট চওরা ও মোটা এবং ঠোঁটের রং মাঝারি লাল ও অগ্রভাগ হলুদ হয়ে থাকে। মাংসল উপাঙ্গ বেশি বড় ও লালচে হলুদ হয়ে থাকে। এরাও বনে বিভিন্ন রকম ডাকে। তবে বাড়িতে এরা কথা বলে ঠিকই তবে কম কথা বলে৷ অপরিস্কার ভাবে কথা বলে৷ এরা কথা বলার থেকে বিভিন্ন ডাক ও শব্দ নকল করে।

ময়মনসিংহের ময়নাঃ এই ময়না খুব ছোট হয়। ঠোঁট বেশি লাল ধরনের ও মাংসল উপাঙ্গ কমলা ধরনের হয়ে থাকে। পা হলদে কমলা ধরনের হয়ে থাকে৷ এই ময়না বনে মোটামুটি ডাকাডাকি করে। বাড়িতে কথা বলতে পারে না। শিস দিতে পারে। এদের মধ্যে খুব কম সংখ্যক ময়নাই কথা বলে।

পশ্চিমে ভারতের কুমায়ন বিভাগ থেকে শুরু করে হিমালয়ের পাদদেশে নেপালের তেরাই, সিকিম, ভুটান ও অরুণাচল প্রদেশ পর্যন্ত পাতি ময়না বিস্তৃত। সমুদ্রসমতল থেকে ২০০০ মিটার উচ্চতা পর্যন্ত এদের দেখা মেলে। পূর্বে সমগ্র দক্ষিণ-পূর্ব এশিয়া হয়ে চীনের দক্ষিণাঞ্চল পর্যন্ত এরা বিস্তৃত। দক্ষিণে থাইল্যান্ড ও মালয় উপদ্বীপ হয়ে ইন্দোনেশিয়ার পালাওয়ান এবং ফিলিপাইন পর্যন্ত এদের বিচরণ রয়েছে।

বাংলাদেশে আবাসস্থল ধ্বংস করা ছাড়াও ঘরে পোষার জন্য চোরাইপথে সংগ্রহ করার কারণে ময়না পাখি প্রায় বিলুপ্ত হয়ে পড়েছে। অথচ একটা সময় দেশের মিশ্র চিরসবুজ অরণ্যে এদের মোটামুটি সাক্ষাৎ পাওয়া যেত। দেখা যেত পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন অরণ্যেও।

উপপ্রজাতিঃ আগে শ্রীলঙ্কান ময়নাকে উপপ্রজাতি G. Religiosa-এর অন্তর্ভুক্ত বলে মনে করা হত। বর্তমানে এটিকে একটি পৃথক প্রজাতির মর্যাদা দেওয়া হয়েছে (G. Ptilogenys)। পাতি ময়নার মাংসল উপাঙ্গটি দুই ভাগে বিভক্ত। একটি ভাগ ঘাড়ের সাথে আর আরেকটি ভাগ চোখের সাথে যুক্ত। কিন্তু শ্রীলঙ্কান ময়নার শুধু ঘাড়ের উপাঙ্গটি রয়েছে, চোখের উপাঙ্গটি অনুপস্থিত। এর ঠোঁট আর চোখের রঙও ভিন্ন। এরকম আরও দুইটি স্বীকৃত প্রজাতি হল এনগনো ময়না (G. Enganensis) আর নিয়াস ময়না (G. Robusta)। কয়েকজন লেখক নীলগিরি পর্বত ও ওয়েস্টার্ন ঘাটস অঞ্চলের উপপ্রজাতি G. R. Indica-কে আলাদা প্রজাতি হিসেবে গণ্য করেছেন।

স্ত্রী পুরুষ দুই লিঙ্গের ময়নাই বিচিত্র রকমের ডাকে সমানভাবে দক্ষ। এরা শিষ দেয়, খর্ খর্ করে ডাকে আবার গলা খাকরানোর মত করে ডাকতে পারে। এরা আবার মানুষের মত শব্দ উৎপন্ন করতে সক্ষম। বুনো ময়না প্রায় তিন থেকে তের রকমভাবে ডাকতে পারে। সম্ভবত ময়নারা শিশু অবস্থায় আশেপাশের ময়নাদের থেকে এসব ডাক শেখে। এক দলের ময়নার ডাক অন্য দল থেকে ভিন্ন। এমনকি কোন একদল থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরের আরেকটি দলের ডাক ভিন্ন হয়।

গোটা বিশ্বে রয়েছে এদের ব্যাপক চাহিদা। কারণ এরা মানুষের কথাবার্তা হুবহু নকল করতে পারে। অন্যসব কথাবলা পাখিরা যেমন বনের অন্য পাখি বা প্রাণীদের স্বর বা আওয়াজ নকল করতে পারে (যেমন- ভিমরাজ, Dicrurus Paradiseus), ময়না তেমনটি পারে না। যদিও এ বিষয়ে মানুষের একটা ভুল ধারণা রয়েছে যে বুনো ময়নারা অন্য প্রাণীর ডাক অনুকরণ করতে পারে। তবে বন্দী অবস্থায় এরা মানুষের কথা ছাড়াও বাচ্চার কান্না, থালাবাসনের শব্দ, কলিংবেলের শব্দ, বেড়ালের ডাক ইত্যাদি অবিকল অনুকরণ করতে পারে। তারা তীক্ষ্ন ও পরিষ্কার গলায় মানুষের মত শিষ দিতেও সক্ষম।

🎀 𝐉𝐨𝐢𝐧 𝐔𝐬 🎀
𝗙𝗮𝗰𝗲𝗯𝗼𝗼𝗸 𝗣𝗮𝗴𝗲: https://www.facebook.com/TEDmaax

✿❀✿🌸💞☾¯`·.¸¸.·´¯`·.¸¸.-ᗒ█▓▒
Please, 𝗦𝘂𝗯𝘀𝗰𝗿𝗶𝗯𝗲 to our channel.
Do 𝗟𝗶𝗸𝗲, 𝗖𝗼𝗺𝗺𝗲𝗻𝘁 and 𝗦𝗵𝗮𝗿𝗲!
▒▓█ᗕ-.¸¸.·`¯´·.¸¸.·`¯☽💞🌸✿❀✿

❤ 𝗧𝗵𝗮𝗻𝗸 𝗬❀𝘂 ❤

#কথাবলা_ময়না #ময়না_পাখি #ময়না

Видео অবাক করা কান্ড দেখুন || কথা বলা এক মজার পাখি ময়না канала TEDmax
Показать
Комментарии отсутствуют
Введите заголовок:

Введите адрес ссылки:

Введите адрес видео с YouTube:

Зарегистрируйтесь или войдите с
Информация о видео
18 ноября 2020 г. 15:11:15
00:08:36
Другие видео канала
আমাকে নকল করলো ময়না OMG // Talking Mayna এত্ত কথা জানে বাবারে বাবা ||আমাকে নকল করলো ময়না OMG // Talking Mayna এত্ত কথা জানে বাবারে বাবা ||গ্ৰামের ভাষায় কথা বলে শালিক পাখি। শালিক পাখি ও মানুষের মতো কথা বলে। Talking bird.#birds #pakhiগ্ৰামের ভাষায় কথা বলে শালিক পাখি। শালিক পাখি ও মানুষের মতো কথা বলে। Talking bird.#birds #pakhiববিতার হাসি নকল করে ময়না পাখি | Shykh Seraj | Channel iববিতার হাসি নকল করে ময়না পাখি | Shykh Seraj | Channel iকথা বলা পাখির দাম | কথা বলা টিয়া তোতা ময়না পাখির দাম |Talking Parrot Price In Bangladesh And Indiaকথা বলা পাখির দাম | কথা বলা টিয়া তোতা ময়না পাখির দাম |Talking Parrot Price In Bangladesh And Indiaদেখুন টিয়া পাখি কিভাবে মানুষের মতো কথা বলে। আমাদের মিঠু। Talking parrot | Parrotদেখুন টিয়া পাখি কিভাবে মানুষের মতো কথা বলে। আমাদের মিঠু। Talking parrot | ParrotAmazing Talking Indian Hill Mynah Bird - Can Say Kazi Bhai, Mynah, and moreAmazing Talking Indian Hill Mynah Bird - Can Say Kazi Bhai, Mynah, and moreইংলিশে কথা বলা ময়না পাখি ! English Talking Mayna Birds ! Rakib Netgenইংলিশে কথা বলা ময়না পাখি ! English Talking Mayna Birds ! Rakib Netgenকথা বলা ময়না পাখি | @Banglar Khamarকথা বলা ময়না পাখি | @Banglar KhamarMoynas amazing talking. ময়নার মুখে বিস্ময়কর কথা!!!জীবনে একবার হলেও শুনুন!!!!Moynas amazing talking. ময়নার মুখে বিস্ময়কর কথা!!!জীবনে একবার হলেও শুনুন!!!!বিক্রীত | Sold: ১৭ ধরনের শব্দ ও কথা বলতে পারা একটি পাহাড়ি ময়না | পেটস | Petsবিক্রীত | Sold: ১৭ ধরনের শব্দ ও কথা বলতে পারা একটি পাহাড়ি ময়না | পেটস | Petsময়না পাখির অবাক কথা, moyna bird talking, কথা বলা ময়না, Talking Moyna, কথা বলা ময়না পাখির মজার কথাময়না পাখির অবাক কথা, moyna bird talking, কথা বলা ময়না, Talking Moyna, কথা বলা ময়না পাখির মজার কথাOur ringneck parrot 'kutus'.He speaks bengali just like us. U gonna love him . Plz guyz have a look.Our ringneck parrot 'kutus'.He speaks bengali just like us. U gonna love him . Plz guyz have a look.কাকে কথা কয়কাকে কথা কয়আল্লাহু আল্লাহু জিকির করা ময়না পাখি ! শুনলে বিস্মিত না হয়ে পারবেন না। Rakib Netgenআল্লাহু আল্লাহু জিকির করা ময়না পাখি ! শুনলে বিস্মিত না হয়ে পারবেন না। Rakib Netgenকথা বলা ময়না পাখি। kotha bola moina pakhi। Talking birds।। pet birdsকথা বলা ময়না পাখি। kotha bola moina pakhi। Talking birds।। pet birdsমানুষের মত কথা বলতে পারা স্মার্ট পাখি,প্রথম দেখতে চলেছেন| Top 10 Smartest Talking Birds In The Worldমানুষের মত কথা বলতে পারা স্মার্ট পাখি,প্রথম দেখতে চলেছেন| Top 10 Smartest Talking Birds In The WorldTalking MoynaTalking MoynaKotha bola moyna pakhiKotha bola moyna pakhiময়না পাখি কথা বলতে পারে, আল্লাহ তায়ালা পাখির মূখে জবান খুলে দিলেন তাইতো সে বার বার আল্লাহ বলে ।ময়না পাখি কথা বলতে পারে, আল্লাহ তায়ালা পাখির মূখে জবান খুলে দিলেন তাইতো সে বার বার আল্লাহ বলে ।
Яндекс.Метрика