আমার কন্যা কবিতা
আমার কন্যা
------------------
মোঃ শামছুজ্জামান আশরাফী
------------------------------------------
শ্রুত্যাক্ষরবৃত্ত মাত্রাঃ ( ৪+৪+৪+২/৩)
-------------------------------------------
আমি দেখি প্রিয় ছবি
তুই যে প্রাণের মণি,
তোর চোখেই স্বপ্ন দেখি
তোকে ভালো জানি।
তোর ভাবনার পাখা মেলে
রঙ্গিন প্রজাপতি,
রঙ্গিন ফুলে সুগন্ধিরে
সন্ধ্যা-মালতী।
উড়ে চলে বলাকারা
দীঘল নীল আকাশে,
হাজার তারার ঝিকিমিকি
রাতে খুঁজে দিশে।
মায়ের বুকের ভালোবাসা
পুণ্যে প্রীতির ধন,
ভালো থেকো মুগ্ধ করো
দুঃখী জনের মন।
ওরে ও প্রাণ জাগাও প্রানে
প্রানের শিহরন,
হয়ে ওঠো জেগে ওঠো
করবে বিচরণ।
তোরাই গড়বি পূণ্য-ভূমি
দেবে প্রাণের সঞ্চরণ,
তোদের দৃষ্টি পূণ্য বানে
রবে প্রাণে সঞ্চালন।
তোরা আনবে রাঙ্গা প্রভাত
নদীর ছন্দ ঢেউ,
তোর তুলনা তাই নিজেই
হবে নাতো কেউ।
তুই যে আমার আঁখি তারা
আমার পঞ্চ নিলয়,
তুই যে আমার মরা শাখায়
দুলালী কিশলয়।
সত্যি প্রাণে নিত্য জাগবে
ভালোবাসার ভাষা,
দুরন্ত সুর অফুরন্ত
অন্ধ প্রাণের আশা।
জ্বলবে প্রদীপ অন্ধকারে
মিঠাবে পিপাসা,
বারে বারে চেয়ে চেয়ে
প্রবাহে বিপাশা।।
-------------------------------------------
১৭ই আশ্বিন ১৪২৬ বঙ্গাব্দ
কাজীপাড়া ব্রাহ্মণবাড়িয়া।
-------------------------------------------
Видео আমার কন্যা কবিতা канала A K M Shamsuzzaman Ashrafy
------------------
মোঃ শামছুজ্জামান আশরাফী
------------------------------------------
শ্রুত্যাক্ষরবৃত্ত মাত্রাঃ ( ৪+৪+৪+২/৩)
-------------------------------------------
আমি দেখি প্রিয় ছবি
তুই যে প্রাণের মণি,
তোর চোখেই স্বপ্ন দেখি
তোকে ভালো জানি।
তোর ভাবনার পাখা মেলে
রঙ্গিন প্রজাপতি,
রঙ্গিন ফুলে সুগন্ধিরে
সন্ধ্যা-মালতী।
উড়ে চলে বলাকারা
দীঘল নীল আকাশে,
হাজার তারার ঝিকিমিকি
রাতে খুঁজে দিশে।
মায়ের বুকের ভালোবাসা
পুণ্যে প্রীতির ধন,
ভালো থেকো মুগ্ধ করো
দুঃখী জনের মন।
ওরে ও প্রাণ জাগাও প্রানে
প্রানের শিহরন,
হয়ে ওঠো জেগে ওঠো
করবে বিচরণ।
তোরাই গড়বি পূণ্য-ভূমি
দেবে প্রাণের সঞ্চরণ,
তোদের দৃষ্টি পূণ্য বানে
রবে প্রাণে সঞ্চালন।
তোরা আনবে রাঙ্গা প্রভাত
নদীর ছন্দ ঢেউ,
তোর তুলনা তাই নিজেই
হবে নাতো কেউ।
তুই যে আমার আঁখি তারা
আমার পঞ্চ নিলয়,
তুই যে আমার মরা শাখায়
দুলালী কিশলয়।
সত্যি প্রাণে নিত্য জাগবে
ভালোবাসার ভাষা,
দুরন্ত সুর অফুরন্ত
অন্ধ প্রাণের আশা।
জ্বলবে প্রদীপ অন্ধকারে
মিঠাবে পিপাসা,
বারে বারে চেয়ে চেয়ে
প্রবাহে বিপাশা।।
-------------------------------------------
১৭ই আশ্বিন ১৪২৬ বঙ্গাব্দ
কাজীপাড়া ব্রাহ্মণবাড়িয়া।
-------------------------------------------
Видео আমার কন্যা কবিতা канала A K M Shamsuzzaman Ashrafy
Комментарии отсутствуют
Информация о видео
2 октября 2019 г. 20:24:15
00:01:39
Другие видео канала



















