কিভাবে ভেড়ার লোম পরিস্কার করতে হয়। কেন ভেড়ার লোম কাটতে হয়
#farmer #naogaon #farm #farming #Got #ভেড়া #ভেড়ারলোম #লোমপরিস্কার
নওগাঁর বদলগাছী উপজেলার বিলাশবাড়ী ইউনিয়নে নন্দাহার গ্রামের যুবক সেতু বাবু। হাটে হাটে পশু বেচাকেনা করেন। গত কয়েক বছর আগে তিনি ২০টি ভেড়া কিনেছিলেন। যার মধ্যে পাঁচটি বাচ্চা ছিল। প্রতিটি বাচ্চার দাম ছিল দেড় হাজার টাকা। বাচ্চাগুলো বিক্রি না করে ছেলেকে দেন পালন করার জন্য। ছয়মাস পালন করার পর প্রতিটি ভেড়া ৭ হাজার থেকে ৮ হাজার টাকায় বিক্রি করেন সেতু। উন্মুক্ত ভাবে পালন করায় খরচটা অনেক কম ছিল। ফলে লাভের অঙ্কটাও ছিল বেশি। লাভ বেশি হওয়ায় ভেড়া পালনের আগ্রহ বাড়ে তার।
সফল এ উদ্যোক্তা সেতু বাবু বলেন, হাট থেকে ভেড়া কিনে নিয়ে আসার পর পশম বড় থাকলে কেটে দেওয়া হয়। এরপর কৃমিনাশক ট্যাবলেট ও ভিটামিন দেওয়া হয়। প্রায় ২৫-৩০ দিন পর পর পশম কাটা হয়। পশম কাটা হলে গায়ে হাওয়া বাতাস লাগে ও স্বাস্থ্যবান হয়। বর্তমানে খামারে ৮০টি ভেড়া আছে। যেখানে কিনতে খরচ পড়েছে প্রায় ৪ লাখ টাকা। ছাগী ভেড়া কম দামে কেনা যায়। বিক্রি করতেও সহজ হয়। প্রায় ১ লাখ টাকার মতো দানাদার খাবার- খড়, ভূষি, খুদি চাউলের ভাত ও কাঁঠালের পাতা খাওয়ানো হয়। তিন মাসে ভেড়াগুলো স্বাস্থ্যবান হয়। ঢাকার ব্যবসায়ীরা আগে থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করেন ভেড়া কেনার জন্য। তারা বাড়ি থেকে কিনে নিয়ে যায়। এ কয়েকমাসে পালন করায় প্রায় দুই থেকে আড়াই লাখ টাকা লাভ হবে বলে আশাবাদী।
Видео কিভাবে ভেড়ার লোম পরিস্কার করতে হয়। কেন ভেড়ার লোম কাটতে হয় канала Agri Farms
নওগাঁর বদলগাছী উপজেলার বিলাশবাড়ী ইউনিয়নে নন্দাহার গ্রামের যুবক সেতু বাবু। হাটে হাটে পশু বেচাকেনা করেন। গত কয়েক বছর আগে তিনি ২০টি ভেড়া কিনেছিলেন। যার মধ্যে পাঁচটি বাচ্চা ছিল। প্রতিটি বাচ্চার দাম ছিল দেড় হাজার টাকা। বাচ্চাগুলো বিক্রি না করে ছেলেকে দেন পালন করার জন্য। ছয়মাস পালন করার পর প্রতিটি ভেড়া ৭ হাজার থেকে ৮ হাজার টাকায় বিক্রি করেন সেতু। উন্মুক্ত ভাবে পালন করায় খরচটা অনেক কম ছিল। ফলে লাভের অঙ্কটাও ছিল বেশি। লাভ বেশি হওয়ায় ভেড়া পালনের আগ্রহ বাড়ে তার।
সফল এ উদ্যোক্তা সেতু বাবু বলেন, হাট থেকে ভেড়া কিনে নিয়ে আসার পর পশম বড় থাকলে কেটে দেওয়া হয়। এরপর কৃমিনাশক ট্যাবলেট ও ভিটামিন দেওয়া হয়। প্রায় ২৫-৩০ দিন পর পর পশম কাটা হয়। পশম কাটা হলে গায়ে হাওয়া বাতাস লাগে ও স্বাস্থ্যবান হয়। বর্তমানে খামারে ৮০টি ভেড়া আছে। যেখানে কিনতে খরচ পড়েছে প্রায় ৪ লাখ টাকা। ছাগী ভেড়া কম দামে কেনা যায়। বিক্রি করতেও সহজ হয়। প্রায় ১ লাখ টাকার মতো দানাদার খাবার- খড়, ভূষি, খুদি চাউলের ভাত ও কাঁঠালের পাতা খাওয়ানো হয়। তিন মাসে ভেড়াগুলো স্বাস্থ্যবান হয়। ঢাকার ব্যবসায়ীরা আগে থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করেন ভেড়া কেনার জন্য। তারা বাড়ি থেকে কিনে নিয়ে যায়। এ কয়েকমাসে পালন করায় প্রায় দুই থেকে আড়াই লাখ টাকা লাভ হবে বলে আশাবাদী।
Видео কিভাবে ভেড়ার লোম পরিস্কার করতে হয়। কেন ভেড়ার লোম কাটতে হয় канала Agri Farms
কিভাবে ভেড়ার লোম পরিস্কার করতে হয় কেন ভেড়ার লোম কাটতে হয় ছাগলের পরিচর্চা ভেড়ার পরিচর্চা ভেড়া পালন করে লাভবান সেতু বাবু কিভাবে ভেড়া পালন করতে হয় ছাগল-ভেড়াতে পিপিআর রোগ ছাগল-ভেড়ায় কখন কিভাবে টিকা দিতে হয় ভেড়া পালন করে স্বাবলম্বী সহজেই ভেড়া পালন কিভাবে ছাগলকে খড় খাওয়াবেন উন্মুক্ত ভেড়া পালন ভেড়া পালনের সহজ পদ্ধতি ছাগল পালনের সহজ পদ্ধতি চিকিৎসকের পরামর্শে ভেড়া পালন ভেড়া পালনের যুবক সফল
Комментарии отсутствуют
Информация о видео
28 января 2023 г. 19:25:02
00:03:48
Другие видео канала