S DINAJPUR PRACHN MUDRA UDDHAR/কুশমন্ডিতে পুকুর থেকে উদ্ধার প্রাচীন আমলের রৌপ্য মুদ্রা।
কুশমন্ডিতে পুকুর থেকে উদ্ধার প্রাচীন আমলের রৌপ্য মুদ্রা। চাঞ্চল্য এলাকায়।
● পুকুর থেকে উদ্ধার প্রাচীন আমলের রৌপ্য মুদ্রা।
● পাট জাক দেওয়ার সময় পাওয়া যায় পিতলের কলসি।
● ওই পিতলের কলসির মধ্যেই ছিলো প্রাচীন আমলের রৌপ্য মুদ্রাগুলি।
কুশমন্ডি, উত্তর দিনাজপুর, ৪ আগস্টঃ প্রাচীন আমলের রৌপ্য মুদ্রা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো দক্ষিণ দিনাজপুরের কুশমুন্ডি এলাকায়। খবর পেয়ে ৪৬ টি প্রাচীন রৌপ্য মুদ্রা উদ্ধার করেছে কুশমন্ডি থানার পুলিশ। পুলিশ সূত্রের খবর, কুশমন্ডি থানার আকচা গ্রাম পঞ্চায়েতের শ্রীরামপুর গ্রামের একটি পুকুর থেকে প্রাচীন রৌপ্য মুদ্রাগুলি পাওয়া গিয়েছে।
ঘটনা সূত্রে জানা গিয়েছে, শিবরাম সরকার নামে এক গ্রামবাসী পাট পচানোর জন্য এলাকার একটি পুকুরে পাট জাক দিতে গিয়েছিলো। সেই সময় পুকুরের মধ্যে একটি পিতলের কলসি পায় ওই গ্রামবাসী। এই কলসির মধ্যেই প্রাচীন আমলের রৌপ্য মুদ্রাগুলি ছিলো বলে জানা গিয়েছে। প্রাচীন রৌপ্য মুদ্রাগুলি পাওয়ার পর আর খবর চেপে রাখতে পারেননি শিবরাম সরকার। গুপ্ত ধন উদ্ধারের খবর ধীরে ধীরে এলাকায় ছড়িয়ে পড়তে থাকে। খবর পৌঁছায় কুশমন্ডি থানার পুলিশের কাছেও। এরপর কুশমন্ডি থানার পুলিশ গিয়ে শিবরাম সরকারের বাড়ি থেকে ৪৬ টি প্রাচীন রৌপ্য মুদ্রা উদ্ধার করে নিয়ে আসে। তবে, ওই কলসির মধ্যে আরও রৌপ্য মুদ্রা ছিলো কিনা তা নিয়ে তদন্ত শুরু করেছে কুশমন্ডি থানার পুলিশ।
অন্যদিকে, রৌপ্য মুদ্রাগুলি কোন আমলের তা জানতে, প্রত্নতত্ত্ব বিভাগের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলে পুলিশ সূত্রের খবর।
Видео S DINAJPUR PRACHN MUDRA UDDHAR/কুশমন্ডিতে পুকুর থেকে উদ্ধার প্রাচীন আমলের রৌপ্য মুদ্রা। канала News-O-Fact
● পুকুর থেকে উদ্ধার প্রাচীন আমলের রৌপ্য মুদ্রা।
● পাট জাক দেওয়ার সময় পাওয়া যায় পিতলের কলসি।
● ওই পিতলের কলসির মধ্যেই ছিলো প্রাচীন আমলের রৌপ্য মুদ্রাগুলি।
কুশমন্ডি, উত্তর দিনাজপুর, ৪ আগস্টঃ প্রাচীন আমলের রৌপ্য মুদ্রা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো দক্ষিণ দিনাজপুরের কুশমুন্ডি এলাকায়। খবর পেয়ে ৪৬ টি প্রাচীন রৌপ্য মুদ্রা উদ্ধার করেছে কুশমন্ডি থানার পুলিশ। পুলিশ সূত্রের খবর, কুশমন্ডি থানার আকচা গ্রাম পঞ্চায়েতের শ্রীরামপুর গ্রামের একটি পুকুর থেকে প্রাচীন রৌপ্য মুদ্রাগুলি পাওয়া গিয়েছে।
ঘটনা সূত্রে জানা গিয়েছে, শিবরাম সরকার নামে এক গ্রামবাসী পাট পচানোর জন্য এলাকার একটি পুকুরে পাট জাক দিতে গিয়েছিলো। সেই সময় পুকুরের মধ্যে একটি পিতলের কলসি পায় ওই গ্রামবাসী। এই কলসির মধ্যেই প্রাচীন আমলের রৌপ্য মুদ্রাগুলি ছিলো বলে জানা গিয়েছে। প্রাচীন রৌপ্য মুদ্রাগুলি পাওয়ার পর আর খবর চেপে রাখতে পারেননি শিবরাম সরকার। গুপ্ত ধন উদ্ধারের খবর ধীরে ধীরে এলাকায় ছড়িয়ে পড়তে থাকে। খবর পৌঁছায় কুশমন্ডি থানার পুলিশের কাছেও। এরপর কুশমন্ডি থানার পুলিশ গিয়ে শিবরাম সরকারের বাড়ি থেকে ৪৬ টি প্রাচীন রৌপ্য মুদ্রা উদ্ধার করে নিয়ে আসে। তবে, ওই কলসির মধ্যে আরও রৌপ্য মুদ্রা ছিলো কিনা তা নিয়ে তদন্ত শুরু করেছে কুশমন্ডি থানার পুলিশ।
অন্যদিকে, রৌপ্য মুদ্রাগুলি কোন আমলের তা জানতে, প্রত্নতত্ত্ব বিভাগের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলে পুলিশ সূত্রের খবর।
Видео S DINAJPUR PRACHN MUDRA UDDHAR/কুশমন্ডিতে পুকুর থেকে উদ্ধার প্রাচীন আমলের রৌপ্য মুদ্রা। канала News-O-Fact
Комментарии отсутствуют
Информация о видео
4 августа 2019 г. 18:55:01
00:01:25
Другие видео канала



















