Загрузка...

Byomkesh Bakshi | মুকুলের কাঁটা | Detective Story | সত্যান্বেষী ব্যোমকেশ

শরদিন্দু বাবুর কলমে বোমকেশের পাশে থেকে কত রহস্যের জট খুলতে দেখেছি। প্রতিটা কেস এক একটা নতুন ধাঁধা, নতুন অভিজ্ঞতা, যেন মানব মনের এক একটি অন্ধকার কোঠার উন্মোচন। কিন্তু 'মুকুলের কাঁটা' গল্পটা আমার মনে বেশ দাগ কেটেছিল, বিশেষ করে এর মানবিক এবং মনস্তাত্ত্বিক জটিলতাগুলো। বোমকেশের তীক্ষ্ণ বুদ্ধির পাশাপাশি, মানুষের ভেতরের হিংসা, প্রেম আর বিশ্বাসঘাতকতার এক অদ্ভুত মিশেল এই গল্প। বোমকেশের চোখ দিয়ে নয়, এবার আমি অজিতের চোখ দিয়ে সেই দিনের কথাগুলো আপনাদের কাছে তুলে ধরছি, আরও বিস্তারিত এবং গভীর মনস্তাত্ত্বিক বিশ্লেষণের সাথে।

তখন পুজো সবে শেষ হয়েছে। শহর জুড়ে বিজয়ার মিষ্টি গন্ধ তখনও বাতাসে ভাসছে। দিনের বেলায় রাস্তাঘাট লোকে গমগম করছে, বিভিন্ন মেলা আর পার্বণ চলছে। কিন্তু সন্ধে নামলেই এক স্নিগ্ধ, শান্ত পরিবেশ, যেখানে উৎসবের শেষ রেশটুকুও যেন ম্লান হয়ে আসে। এই সময় বোমকেশ সাধারণত একটু শান্তিতে থাকে, নিজের পাঠাগারে বসে নতুন কোনো পুরনো পুঁথি বা দর্শনের বই নিয়ে ঘাঁটাঘাঁটি করে, নিজের মেধা শানিত করে। আমি নিজেও ভাবছিলাম এই সুযোগে কিছু গল্প লিখবো, হয়তো বোমকেশের কোনো পুরনো কেস নিয়ে স্মৃতিচারণ করবো। কিন্তু আমাদের জীবনে শান্তি আর স্বস্তি কি আর বেশিদিন টেকে? আমাদের নিয়তিই হলো নতুন নতুন রহস্যের মুখোমুখি হওয়া। একদিন সকালবেলা, তখনও পুরোপুরি ঘুম ভাঙেনি, আলসেমিটা বেশ জাঁকিয়ে বসেছিল। বোমকেশ তখন সবে উঠে বারান্দায় বসে তার দৈনিক চা পান করছিল, তার চিন্তামগ্ন দৃষ্টি দূরে কোনো এক অজানাকে অনুসরণ করছিল। ঠিক তখনই আমাদের দরজায় টোকা পড়লো, বেশ জোরশোরে। দরজার ওপাশে দাঁড়িয়ে এক ভদ্রলোক, নাম রত্নেশ্বর সেনগুপ্ত। বয়েস চল্লিশের কোঠায়, মাঝারি উচ্চতা, পরনে ধুতি-পাঞ্জাবি, যদিও তা বেশ ময়লা আর কুঁচকে গেছে। চোখেমুখে একটা গভীর উদ্বেগ, এমনভাবে তাকিয়েছিলেন যেন পৃথিবীর সমস্ত ভার তার কাঁধে চেপে বসেছে। তার পোশাকের অগোছালো ভাব আর চোখের নিচে গভীর কালি, সব মিলিয়ে একরকম দিশেহারা অবস্থা। বুঝলাম, নতুন কোনো বিপদের গন্ধ। বোমকেশ তার স্বভাবসিদ্ধ শান্ত ভঙ্গিতে তাকে বসতে ইশারা করলো, তার মুখে কোনো অভিব্যক্তি ছিল না, কিন্তু চোখ দুটি ছিল তীক্ষ্ণ। আমি দ্রুত একটা চেয়ার এগিয়ে দিলাম।

Byomkesh Bakshi | মুকুলের কাঁটা | Detective Story | সত্যান্বেষী ব্যোমকেশ

Видео Byomkesh Bakshi | মুকুলের কাঁটা | Detective Story | সত্যান্বেষী ব্যোমকেশ канала Suspense Story
Яндекс.Метрика
Все заметки Новая заметка Страницу в заметки
Страницу в закладки Мои закладки
На информационно-развлекательном портале SALDA.WS применяются cookie-файлы. Нажимая кнопку Принять, вы подтверждаете свое согласие на их использование.
О CookiesНапомнить позжеПринять