Загрузка...

মেয়েরা ছেলেদের কি দেখে ক্রাশ খায় । ছেলেদের যে গুণগুলো মেয়েরা পছন্দ করে । মেয়েদের পছন্দ #love

Hi Welcome to Doctor and Scince YouTube Channel:

মেয়েরা ছেলেদের কি দেখে প্রেমে পরে এই গুণগুলোর মধ্যে কয়টি আপনার মধ্যে আছে (Doctor & Science)

আদর্শ পুরুষের এই বৈশিষ্ট্যগুলোর কয়টা আপনার ভেতরে আছে, মিলিয়ে নিন
একজন আদর্শ পুরুষ কেমন হবেন? লম্বা, পেশল, শক্তিশালী, সুদর্শন, সাহসী, উচ্চাকাঙ্ক্ষী, অর্থনৈতিকভাবে সচ্ছল…? দুঃখিত, এগুলোকে নারীরা রেখেছেন পারফেক্ট পুরুষের চেকলিস্টের একেবারে শেষে।

২১ থেকে ৫৪ বছর বয়সী ১ হাজার নারী সম্প্রতি এক জরিপে জানিয়েছেন, তাঁদের কাছে ‘পারফেক্ট পুরুষ’-এর মানে কী। জীবনসঙ্গীর কোন দিকগুলো তাঁদের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।
যুক্তরাষ্ট্রের নিউজার্সির প্রিন্সটনের ‘অপিনিয়ন রিসার্চ করপোরেশন’ পরিচালিত এই জরিপে দেখা গেছে, নারীরা পুরুষের শারীরিক নানা দিকের চেয়েও আচরণগত বেশ কিছু বিষয়কে গুরুত্ব দেন বেশি। মাত্র ১৩ ভাগ নারী জানিয়েছেন, পুরুষের উচ্চতা, স্টাইল, চেহারা, পেশিবহুল ফিট শরীর তাঁদের কাছে আকর্ষণীয়। অন্যদিকে ৬৬ ভাগ নারী জানিয়েছেন, যে পুরুষ তাঁকে তাঁর মতো করে গ্রহণ করেন, তিনি যে রকম, সেই সত্তাকেই ভালোবাসেন, তেমন পুরুষকেই তাঁরা জীবনসঙ্গী হিসেবে গ্রহণ করতে চান। ৮৭ ভাগ নারী জানিয়েছেন, জীবনসঙ্গী তাঁকে মূল্যায়ন করছে কি না, সম্মান করছে কি না, এটা তাঁদের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।

আদর্শ পুরুষের বেশ কিছু বৈশিষ্ট্যের কথা বলেছেন এসব নারী। উঠে এসেছে পুরুষের নানা মানসিক ও আচরণগত দিক, যা একজন পুরুষকে আদর্শ মানুষ হিসেবে নির্ধারণ করে। চট করে চোখ বুলিয়ে নেওয়া যাক নারীদের চোখে একজন পারফেক্ট পুরুষের চেকলিস্ট এ।

১. বিশ্বস্ততা, দয়া, নৈতিকতা, ধৈর্য—এগুলোই একজন পুরুষ তথা একজন মানুষের সেরা গুণ। একজন আদর্শ পুরুষ নারীদের সম্মান করেন। জীবনসঙ্গীর জন্য ‘ইমোশনালি অ্যাভেইলেবল’ থাকেন।

২. দ্বিতীয় অবস্থানে রয়েছে ‘সেন্স অব হিউমার’ বা রসবোধ আর বুদ্ধিমত্তা।

৩. পরিবারকে প্রাধান্য দেন। স্ত্রী–সন্তানদের সঙ্গে সময় কাটান।

৪. একজন পারফেক্ট পুরুষ পরিশ্রমী। ঘরের কাজ স্ত্রীর সঙ্গে ভাগাভাগি করে নেন।

৫. নতুন মাকে সর্বোচ্চ সহযোগিতা করেন। নতুন মা যাতে রাতে ঠিকমতো ঘুমাতে পারেন, সে জন্য রাতে তিনি যতটা পারেন শিশুসন্তানের দেখভাল করেন।

৬. রান্না করতে পারেন। নতুন নতুন রেসিপি ট্রাই করেন।

৭. রাগ নিয়ন্ত্রণ করতে পারেন। আচরণের ওপর নিয়ন্ত্রণ, আবেগীয় ভারসাম্য রাখেন।

৮. সঙ্গীর কথা মন দিয়ে শোনেন।

৯. প্রতিদিন ভোরে ঘুম থেকে ওঠেন।

১০. নিজের বিছানা নিজেই গোছান।

১১. প্রতিদিন কিছুটা সময় রান্নাঘরে কাটান। এর মানে নিজের চা বা কফি নিজেই বানিয়ে খান অথবা ব্রেকফাস্ট বানাতে পারদর্শী অথবা স্ত্রী রান্নাঘরে কাজে ব্যস্ত থাকলে তাঁকে সেখানেই সঙ্গ দেন।

১২. পরিষ্কার-পরিচ্ছন্ন থাকেন। বাসা, অফিসের ডেস্ক গুছিয়ে রাখতে পছন্দ করেন।

১৩. শতকরা মাত্র ১৩ ভাগ নারীর কাছে পুরুষের শারীরিক কাঠামো, স্টাইল, উচ্চতা, সুদর্শন কি না, পেশি আছে কি না—এগুলো গুরুত্বপূর্ণ।

নারী পুরুষের ভেতর কী খোঁজে
প্রশ্নটা পুরোনো। তবে আজও প্রাসঙ্গিক। নারী একজন পুরুষের ভেতর কী চান? এই প্রশ্নের উত্তরে কেউ মজা করেন, কেউবা আবার দাবি করেন মেয়েরা আসলে কী চান, তাঁরা নিজেরাই জানেন না। কিন্তু সত্যিটা হলো, এর কোনো একক উত্তর নেই। একেক নারীর ক্ষেত্রে একেক উত্তর প্রযোজ্য। তবে হ্যাঁ, পুরুষের মধ্যে এমন কিছু বিশেষ গুণ আছে, যেগুলো সাধারণত নারীরা সবচেয়ে বেশি পছন্দ করেন। কী সেই গুণ? চলুন জেনে আসি।

১. সততা, বিশ্বস্ততা

এটা কেবল নারী-পুরুষ হিসেবে নয়, যেকোনো মানুষের সবচেয়ে বড় গুণ নিঃসন্দেহে সততা। আর কেউ-ই ভালোবাসার নামে প্রতারিত হতে চান না। কাজেই নারীর মনে ঠাঁই পেতে হলে আপনাকে প্রতিটি ব্যাপারে সৎ হতে হবে। বিশ্বাস অর্জন করতে হবে।

২. একটুখানি সেন্স অব হিউমার

জানি, কথাটা আপনি আগেও শুনেছেন। নারীকে যে পুরুষ হাসাতে পারেন, তাঁর সিঙ্গেল থাকার সম্ভাবনা খুবই কম। কারণ, এই গুণকে মেয়েরা সত্যিকার অর্থেই অনেক বেশি পছন্দ করেন। না, এর মানে আপনাকে গোপাল ভাঁড় হতে হবে না। তবে যেকোনো পরিস্থিতিতে মজা করা, হাসানোর দক্ষতা একটা বড় গুণ।

৩. আত্মবিশ্বাস

সামাজিক, মানসিক—সব ধরনের আত্মবিশ্বাসই নারীর পছন্দের তালিকার শীর্ষে। আপনি স্পষ্টভাবে নিজের অবস্থান জানান দিতে পারেন, সুন্দর করে কথা বলতে পারেন বা পরিস্থিতির নিয়ন্ত্রণ নিতে পারেন, অনেক নারীর কাছে এর চেয়ে বেশি আকর্ষণীয় আর কিছু নেই!

৪. বুদ্ধিমত্তা

না, না। ভয় পাওয়ার কিছু নেই। নারীর মন পেতে হলে আপনার আইনস্টাইন হতে হবে না। শুধু পরিস্থিতি, ঘটনা বুঝে সেই অনুযায়ী আচরণ করতে পারলেই চলবে। শুধু নারীকে আকর্ষণের জন্য নয়, এই বুদ্ধিমত্তা আপনার নিজের জন্যও খুবই জরুরি।

৫. জীবনের লক্ষ্য থাকা

নারীরা ‘ক্যারিয়ার ওরিয়েন্টেড’ পুরুষকে পছন্দ করে। ছোটবেলায় লেখা ‘এইম ইন লাইফ’ রচনার মতো মিথ্যা লক্ষ্য হলে হবে না। বরং আপনি সত্যি সত্যিই একটা কিছু হতে চান এবং সেই অনুসারে পরিশ্রম করতে পারেন, বিষয়টা অনেকের কাছেই অনেক প্রিয়। কাজেই, আজকেই খাতা–কলম নিয়ে ভাবতে বসে যান, আর ১০ বছর পর নিজেকে আপনি কোথায় দেখতে চান?

৬. অর্থনৈতিক নিরাপত্তা

অনেকেই মনে করেন, পুরুষের ভালো চাকরি, টাকাপয়সা—এগুলো নারীকে টানে। এগুলো কাকে টানে না বলেন? প্রত্যেক মানুষই জীবনে নিরাপত্তা চান। আর সেই নিরাপত্তার গুরুত্বপূর্ণ অংশ অর্থনৈতিক নিরাপত্তা। ধনী হতে কে না চান? এই পৃথিবীতে কেউ দরিদ্র থাকতে চান? ধনী হওয়ার অন্যতম সহজ উপায় ধনী কাউকে বিয়ে করে ফেলা।

Important Notice:
Every video on this channel is only available to Doctor & Science YouTube Channel. Doctor & Science does not copy anyone's videos, but if it does, it follows YouTube guidelines. So, you can also use our videos, but according to YouTube rules. Only Doctor & Science has the right to use the videos on this channel. So, if you use any of our videos, the strictest legal action will be taken against you.

Видео মেয়েরা ছেলেদের কি দেখে ক্রাশ খায় । ছেলেদের যে গুণগুলো মেয়েরা পছন্দ করে । মেয়েদের পছন্দ #love канала Life Master Vk
Страницу в закладки Мои закладки
Все заметки Новая заметка Страницу в заметки