Загрузка...

চাকরি দেবার প্রলভোনে বিয়ে করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ প্রতারক শিমুর বিরুদ্ধে।

শিক্ষিত বেকার যুবকদের চাকরি দেবার প্রলভোনে বিয়ে করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ প্রতারক শিমুর বিরুদ্ধে।

ঝিনাইদহ পৌরসভা ৩ নং ওয়ার্ড কামারকুন্ডু গ্রামের তাহাজ্জেল এর ছেলে আশিক( ২৫) এর অভিযোগের ভিত্তিতে সরেজমিনে তদন্তে দেখা যায়, কানিজ ফাতেমা শিমু, পিতা আব্দুল্লাহ আল মামুন ,ঠিকানা বরিশাল পরিচয়ে, আশিককে বিয়ে করে এবং আশিকের পরিবারে প্রতিশ্রুতি দেয় যে রূপালী ব্যাংকের ম্যানেজার আমার বাবার কাছে বলে চাকরি দিয়ে দিব। কিন্তু চাকরি দিতে গেলে তিন লক্ষ টাকা লাগবে। আশিকের পরিবারের নিকট থেকে পর্যায়ক্রমে গরু ছাগল বিক্রয় করে ৩ লক্ষ টাকা তার স্ত্রী কানিজ ফাতেমা শিমু কে দেন। বিয়ের আড়াই মাস পূর্ণ হলেও মেলেনি কোন চাকরি। ইতিপূর্বে কোটচাঁদপুরের আবির সহ অনেকের কাছ থেকে চাকরির প্রলভোন দেখিয়ে টাকা হাতিয়ে নিয়েছে এই শিমু ।আশিক এবং আবির ছাড়াও ইতিপূর্বে একাধিক শিক্ষিত বেকার যুবকের সাথে একইভাবে প্রতারণার ফাঁদে ফেলে সর্বস্বান্ত করে এই কানিজ ফাতেমা শিমু।

#crime_news #somoytv #news #crime_tv #new_2023 #sap_khela

Видео চাকরি দেবার প্রলভোনে বিয়ে করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ প্রতারক শিমুর বিরুদ্ধে। канала The Crime Report BD
Страницу в закладки Мои закладки
Все заметки Новая заметка Страницу в заметки