ঊর্দ্ধে খোলা আকাশllবহিছে মৃদুমন্দ বাতাসll বলোতো স্বর্গরাজ্য কোনখানে?llএইযে, নদীয়ার ফুলের বাগানে।
সরস্বতী পুজোয়, ছোট্ট উপহার...
ঊর্দ্ধে খোলা আকাশllবহিছে মৃদুমন্দ বাতাসll বলোতো স্বর্গরাজ্য কোনখানে?llএইযে, নদীয়ার ফুলের বাগানে।
রাণাঘাটের চাপড়া... কিভাবে যাবেন : রানাঘাট নেমে , নাসড়ার দিকে,একনম্বর প্লাটফর্মের বাইরে টোটো আছে। নিশ্চিন্ত মনে ভাড়া করুন, পুরাতন চাপড়া, বড় পুকুর ধার বলবেন, আগে নামাবে।রিজার্ভের কোন প্রয়োজন নেই, আমি একা গেছি, বাগানেও একা 12/2/2024 তারিখে , কোন অসুবিধার সম্মুখীন হই নি। পনের টাকায়, যেখানে নামাবে, একটা টোটো করে, আবার পনের টাকা, বাগানের সামনে, আসার সময় ওইপথ হেঁটে এসে টোটো ধরলাম, স্টেশন পৌঁছে দিল। শুরু করি কিছু জানার বিষয় :- ভিডিওর শুরুতে বলেছিলাম, ঢাকা দেওয়া জায়গার ভিডিও করব, এতবড় ভিডিও হয়েছে, আর দেখালাম না। চৌদ্দ লাখটাকা খরচা করে, ঐ জারবেরা ফুলের ঘর, বাইরের জলবায়ু, বৃষ্টিতে ওনার পোষায় না, সুখী খুব, তাই অমন ব্যবস্হা, এমন সুন্দর মনে হলনা আমার। তাই দাম ও প্রচুর, এখানেই পনের টাকা, একটা ফুল, তাহলে বাইরে কত দাম হবে?আমরা জানি গাঁদা শীতকালে হয়, গাছটা বেঁচে থাকলে, বেশ কিছুদিন ফুল দেয়, এখানে বিভিন্ন প্রজাতির গাঁদা আছে, যেগুলি, ভিন্ন ভিন্ন সময়ের, সেই বুঝে পোঁতা হয়, ও সারাবছর ফুল পাওয়া যায়, এমনভাবেই অঙ্ক কষা হয় বললেন, এখানকার একজন।
বাগানে গোলাপ ফুল ফুটতে দেওয়া হয়না, কারণ ক্রেতার হাত পোঁছতে, তা ঝরে যাবে, তাই কুঁড়ি কেটে, প্যাকিং করা হয়, সুন্দর থাকে। এই ফুল, উত্তর ভারত, নেপাল, ভুটান, বাংলাদেশ যায়। যে কোন চারা মোটামুটি, নব্বই থেকে একশো দিনে ফুল দেয়। সব ফুল মরসুম হিসেব করে বসানো। আর একটা লক্ষ্য করলাম, সারা মাঠেই আলো, তার দিয়ে লাগানো, ভাবলাম, রাতে কাজ হয়, না তা নয়, দিনের বেলা ক্লোরোফিল তৈরী হয়, ঐ আলোতে সালোক সংশ্লেষ প্রক্রিয়া চলে, গাছ সজীব থাকে ও তাড়াতাড়ি বড় হয়। সব বৈজ্ঞানিক পন্হা অবলম্বন করে চলা হয়, যাতে কম সময়ে, ভাল ফুলের উৎপাদন হয়।সারাদিন এনারা ব্যস্ত থাকেন, দুই ভাই এর জমি, এক ভাই এর সাথে আলাপ হল। তিনি ডেকে ডেকে কর্মরত/কর্মরতাদের বিকেলের খাবার দিচ্ছেন, ভাল লাগল যে মালিক, ওনাদের খাবার নিয়েও চিন্তা করেন। আর কারো পিছনে, সুপারভাইজারী করতে হয়না, নিজের কাজ সুষ্ঠভাবে নিজেই করছেন। তবে দুঃখ করলেন, বিশ্বাস করে ভিডিও করতে দিই, শিশু ও পরিবার নিয়ে ঘুরতে দিই, নীচে বসে, ফুল দেখছি ভাব দেখিয়ে, ফুল ছিঁড়ে ব্যাগে। ভারী সুবিধে, সিসিটিভি নেই, পাহারাতে কেউ নেই। গাছ ও নষ্ট করে, সেলফি তোলা, শ্যুটিং করার করার সময়। কেউ শিশু এগিয়ে দিয়ে, তোলার সময় কিছু বলেন না, পরে যাঃ তুলে ফেললি? বাচ্চা বলে কিছু বলবেনা, আবার তোলা ফুলটা বাচ্চাকে দিয়েও দেবে। প্ল্যান ভাল। সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি কেমন লাগল, কমেন্টে লিখবেন। কিছু ভিডিওর লিঙ্ক, end screen ar I button e click kore dekhe neben....
@BANISENVLOGS
#travelvlogs
#tourvlogs
#hooghly
#ghureasikachedurebanisen
Видео ঊর্দ্ধে খোলা আকাশllবহিছে মৃদুমন্দ বাতাসll বলোতো স্বর্গরাজ্য কোনখানে?llএইযে, নদীয়ার ফুলের বাগানে। канала ঘুরে আসি,কাছে,দূরে,বানী সেন
ঊর্দ্ধে খোলা আকাশllবহিছে মৃদুমন্দ বাতাসll বলোতো স্বর্গরাজ্য কোনখানে?llএইযে, নদীয়ার ফুলের বাগানে।
রাণাঘাটের চাপড়া... কিভাবে যাবেন : রানাঘাট নেমে , নাসড়ার দিকে,একনম্বর প্লাটফর্মের বাইরে টোটো আছে। নিশ্চিন্ত মনে ভাড়া করুন, পুরাতন চাপড়া, বড় পুকুর ধার বলবেন, আগে নামাবে।রিজার্ভের কোন প্রয়োজন নেই, আমি একা গেছি, বাগানেও একা 12/2/2024 তারিখে , কোন অসুবিধার সম্মুখীন হই নি। পনের টাকায়, যেখানে নামাবে, একটা টোটো করে, আবার পনের টাকা, বাগানের সামনে, আসার সময় ওইপথ হেঁটে এসে টোটো ধরলাম, স্টেশন পৌঁছে দিল। শুরু করি কিছু জানার বিষয় :- ভিডিওর শুরুতে বলেছিলাম, ঢাকা দেওয়া জায়গার ভিডিও করব, এতবড় ভিডিও হয়েছে, আর দেখালাম না। চৌদ্দ লাখটাকা খরচা করে, ঐ জারবেরা ফুলের ঘর, বাইরের জলবায়ু, বৃষ্টিতে ওনার পোষায় না, সুখী খুব, তাই অমন ব্যবস্হা, এমন সুন্দর মনে হলনা আমার। তাই দাম ও প্রচুর, এখানেই পনের টাকা, একটা ফুল, তাহলে বাইরে কত দাম হবে?আমরা জানি গাঁদা শীতকালে হয়, গাছটা বেঁচে থাকলে, বেশ কিছুদিন ফুল দেয়, এখানে বিভিন্ন প্রজাতির গাঁদা আছে, যেগুলি, ভিন্ন ভিন্ন সময়ের, সেই বুঝে পোঁতা হয়, ও সারাবছর ফুল পাওয়া যায়, এমনভাবেই অঙ্ক কষা হয় বললেন, এখানকার একজন।
বাগানে গোলাপ ফুল ফুটতে দেওয়া হয়না, কারণ ক্রেতার হাত পোঁছতে, তা ঝরে যাবে, তাই কুঁড়ি কেটে, প্যাকিং করা হয়, সুন্দর থাকে। এই ফুল, উত্তর ভারত, নেপাল, ভুটান, বাংলাদেশ যায়। যে কোন চারা মোটামুটি, নব্বই থেকে একশো দিনে ফুল দেয়। সব ফুল মরসুম হিসেব করে বসানো। আর একটা লক্ষ্য করলাম, সারা মাঠেই আলো, তার দিয়ে লাগানো, ভাবলাম, রাতে কাজ হয়, না তা নয়, দিনের বেলা ক্লোরোফিল তৈরী হয়, ঐ আলোতে সালোক সংশ্লেষ প্রক্রিয়া চলে, গাছ সজীব থাকে ও তাড়াতাড়ি বড় হয়। সব বৈজ্ঞানিক পন্হা অবলম্বন করে চলা হয়, যাতে কম সময়ে, ভাল ফুলের উৎপাদন হয়।সারাদিন এনারা ব্যস্ত থাকেন, দুই ভাই এর জমি, এক ভাই এর সাথে আলাপ হল। তিনি ডেকে ডেকে কর্মরত/কর্মরতাদের বিকেলের খাবার দিচ্ছেন, ভাল লাগল যে মালিক, ওনাদের খাবার নিয়েও চিন্তা করেন। আর কারো পিছনে, সুপারভাইজারী করতে হয়না, নিজের কাজ সুষ্ঠভাবে নিজেই করছেন। তবে দুঃখ করলেন, বিশ্বাস করে ভিডিও করতে দিই, শিশু ও পরিবার নিয়ে ঘুরতে দিই, নীচে বসে, ফুল দেখছি ভাব দেখিয়ে, ফুল ছিঁড়ে ব্যাগে। ভারী সুবিধে, সিসিটিভি নেই, পাহারাতে কেউ নেই। গাছ ও নষ্ট করে, সেলফি তোলা, শ্যুটিং করার করার সময়। কেউ শিশু এগিয়ে দিয়ে, তোলার সময় কিছু বলেন না, পরে যাঃ তুলে ফেললি? বাচ্চা বলে কিছু বলবেনা, আবার তোলা ফুলটা বাচ্চাকে দিয়েও দেবে। প্ল্যান ভাল। সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি কেমন লাগল, কমেন্টে লিখবেন। কিছু ভিডিওর লিঙ্ক, end screen ar I button e click kore dekhe neben....
@BANISENVLOGS
#travelvlogs
#tourvlogs
#hooghly
#ghureasikachedurebanisen
Видео ঊর্দ্ধে খোলা আকাশllবহিছে মৃদুমন্দ বাতাসll বলোতো স্বর্গরাজ্য কোনখানে?llএইযে, নদীয়ার ফুলের বাগানে। канала ঘুরে আসি,কাছে,দূরে,বানী সেন
Комментарии отсутствуют
Информация о видео
14 февраля 2024 г. 8:35:34
00:25:37
Другие видео канала




















