Загрузка...

Mahashivaratri specil শিবতাণ্ডব স্তোত্রের উৎপত্তি

শিবতাণ্ডব স্তোত্রের উৎপত্তি

একবার রাবণ কৌশল করে কৈলাস পর্বতকে লঙ্কায় নিয়ে যেতে চেয়েছিলেন, কারণ তিনি শিবকে তাঁর নিজের রাজ্যে স্থাপন করতে চেয়েছিলেন। তিনি কৈলাস তুলতে গেলে, শিব ক্রোধে নিজের পা দিয়ে পাহাড় চেপে ধরেন। এতে রাবণ পাহাড়ের নিচে আটকে যায় এবং অসহ্য যন্ত্রণায় চিৎকার করতে থাকে।

তখনই রাবণ শিবের প্রশংসায় "শিবতাণ্ডব স্তোত্র" রচনা করেন, যা এখনো অত্যন্ত জনপ্রিয়। তাঁর আরাধনায় খুশি হয়ে, শিব রাবণকে মুক্ত করেন এবং আশীর্বাদ দেন।

Видео Mahashivaratri specil শিবতাণ্ডব স্তোত্রের উৎপত্তি канала ankan studio
Страницу в закладки Мои закладки
Все заметки Новая заметка Страницу в заметки