Загрузка...

শবে বরাত কবে?, ২০২৫ সালের শবে বরাতের রোজা কবে?, Sobe borat kobe 2025

২০২৫ সালে শবে বরাত পালিত হবে ১৫ ফেব্রুয়ারি, শনিবার রাতে। শবে বরাতের পরদিন, অর্থাৎ ১৬ ফেব্রুয়ারি, রবিবার, বাংলাদেশে সরকারি ছুটি থাকবে।

শবে বরাতের রাতে ইবাদত-বন্দেগি করা এবং পরদিন রোজা রাখা সুন্নত। হাদিসে এসেছে, হজরত আলী (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সা.) বলেন, পনেরো শাবানের রাত (চৌদ্দ তারিখ দিবাগত রাত) যখন আসে তখন তোমরা তা ইবাদত-বন্দেগিতে কাটাও এবং পরদিন রোজা রাখ।

তবে, শবে বরাতের রোজার নির্দিষ্ট সংখ্যা সম্পর্কে কোনো নির্দিষ্ট হাদিস নেই। অনেকে একদিন রোজা রাখেন, আবার কেউ কেউ তিনদিন রোজা রাখা উত্তম মনে করেন। রাসূলুল্লাহ (সা.) আরবি মাসের ১৩, ১৪, ১৫ তারিখে রোজা রাখতেন।

শবে বরাতের রাতে নফল নামাজ, কুরআন তিলাওয়াত, জিকির এবং দোয়া করা উচিত। এছাড়া, মৃত আত্মীয়-স্বজনের জন্য দোয়া করা এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা এই রাতের বিশেষ আমল।

আল্লাহ আমাদের সবাইকে এই পবিত্র রাতে ইবাদত করার তাওফিক দান করুন এবং আমাদের গুনাহ ক্ষমা করুন। #viralvideo #shortsvideo #shortvideo #youtubeshorts #automobile
#shaberat

Видео শবে বরাত কবে?, ২০২৫ সালের শবে বরাতের রোজা কবে?, Sobe borat kobe 2025 канала Maulana Yaseen Ahmed official
Страницу в закладки Мои закладки
Все заметки Новая заметка Страницу в заметки