Загрузка...

Flee & Run away এর ব্যবহার। Word এর সঠিক ব্যবহার। ✪ ইংরেজিতে শব্দের সঠিক উচ্চারণ,ব্যবহার এবং অনুবাদ।

অনেক সহজ ইংরেজি শব্দ আমরা শুদ্ধ ভাবে উচ্চারণ করি না। ভুল বানানে লিখি।

উদাহরণ দিলে বুঝতে আরো সহজ হবে;

১. Theresa May বর্তমান ব্রিটিশ প্রধানমন্ত্রী:

বাংলায় লেখা হয় টেরেসা মে।

খুব কাছাকাছি সঠিক উচ্চারণ হলো: টেরিযা মেই/ টেরিসা মেই।

২. Word অর্থ শব্দ।
লেখা হয়: ওয়ার্ড।

ওয়ার্ড এর জন্য ইংরেজি শব্দ আগে থেকেই আছে Ward, অর্থ: বিভাগ/ প্রশাসনিক অঞ্চল।

খুব কাছাকাছি সঠিক উচ্চারণ হলো: ওয়ের্ড।

৩. সর্বশেষ উদাহরণ; Basically অর্থ মূলতঃ।

লেখা হয়; বেসিকালি।

খুব কাছাকাছি সঠিক উচ্চারণ হবে 'বেইসিকলি'।

সাধারণ-ভাবে প্রচলিত এই ভুলের দায়ভার শিক্ষক, সাংবাদিক, লেখক-সাহিত্যিকরা এড়িয়ে যেতে পারবেন না।এ সমস্যা থেকে উত্তরণের একটি উপায় হলো, নতুন বিদেশি শব্দ প্রয়োগের পূর্বে আমাদেরকে আরো সতর্ক ও দায়িত্বশীল হতে হবে।

আমার নিজের একান্ত অভিজ্ঞতা থেকে বলি। যে ইংরেজি শব্দের উচ্চারণ আমি বাংলা পত্রিকা বা বই পড়ে শিখেছি।

ব্রিটেনে আসার পর, ইংরেজি কথোপকথনের সময় সেই শব্দকে সঠিকভাবে উচ্চারণ করাই আমার কাছে সবচেয়ে কঠিন মনে হয়েছে।

যারা ইংরেজি শিখছেন।

প্লিজ! শুরু থেকেই ইংরেজি অভিধান থেকে সরাসরি শব্দের উচ্চারণ শেখার চেস্টা করুন।

নিচে কেইমব্রিজ (কেমব্রিজ উচ্চারণ সঠিক নয়) অনলাইন অভিধানের লিনক দেয়া হলো:

http://dictionary.cambridge.org

উপরের ওয়েবসাইটের search এ গিয়ে যেকোন ইংরেজি শব্দ লিখে তার অডিও প্লেই করুন। আপনি ব্রিটিশ ও আমেরিকান একসেন্টে এর সঠিক উচ্চারণ পেয়ে যাবেন।

ভালো থাকুন। সুস্থ থাকুন।

Видео Flee & Run away এর ব্যবহার। Word এর সঠিক ব্যবহার। ✪ ইংরেজিতে শব্দের সঠিক উচ্চারণ,ব্যবহার এবং অনুবাদ। канала 20 Minute School LIVE
Страницу в закладки Мои закладки
Все заметки Новая заметка Страницу в заметки