Загрузка...

জয়দেব কেঁদুলি মেলা | বীরভূম | JOYDEB KENDULI FAIR, Birbhum

কলকাতা থেকে প্রায় ২০০ কিমি ও বোলপুর থেকে ৩০ কিমি দূরে রয়েছে বীরভূমের ইলামবাজার ব্লকে কেদুলি গ্রাম যা গীতগোবিন্দ পদাবলীর রচয়িতা কবি জয়দেব গোস্বামীর স্মৃতি বিজড়িত। কোন কোন মতে এই কেদুলি গ্রামেই জন্মেছিলেন তিনি। আবার অপর একটি মত বলে, তার জন্ম উড়িষ্যার কেন্দুবিল্ব গ্রামে। প্রায় ১১শ বছর আগে যে মানুষটি ভারতে প্রথম মৌলিক কাব্য রচনা করে ইতিহাসে একটা চিরকালীন দাগ রেখে গেছেন, তার কর্মটুকুই পদবাচ্য হওয়াটাই আসল।
মকর সংক্রান্তির দিন থেকে ৩ দিন টানা অজয় নদের পাড়ে জয়দেব মেলা চলে যেখানে হাজারো পসরা সাজিয়ে বসেন দোকানী ও কীর্তনিয়ারা। আর থাকে মুখ্য বাউল আখড়া। এই মেলায় সবাই সেইসব আখড়াতেই রাত্রীবাস করেন বাউল গান শোনার নেশায়। আলাদা হোটেলে থাকাটা কিছুতেই জয়দেব মেলার চরিত্র বা অনুভূতির সাথে মেলে না। অন্যতম বাউল আখড়াগুলির মধ্যে নাম করা যায় “মনের মানুষ”,”তমালতলা আশ্রম”, “পাগলা কুঠি” ইত্যাদির। এ এক অন্য জগত, অন্যরকমের মেলা পরিক্রমা।
বোলপুরের জামবুনি বাস টার্মিনাস থেকে রাত সাত/আটটা পর্যন্ত লোকাল বাস চলে। ৪০ মিনিট সময় লাগে পৌছতে। খাবারদাবারের কোন অভাব নেই কোথাও। থাকার জন্য কিছু জায়গা নীচে দিলাম। খড়ের কুটির, তাঁবু, পাকা ঘর, গেস্ট হাউস, হোটেল…সবকিছুর বন্দোবস্ত রয়েছে সর্বত্র। চিন্তার কোন বিষয় নেই। কেবল মনটাকে এক্কেবারে খোলামেলা রাখুন, তাহলে এই মেলায় থাকার কোন অসুবিধাই হবে না।

Moner Manush Akhra – 97342 37107
Matrichaya ashram – 9153808824
Golok ashram – 9732010322
Aruni Spiritual Ashram – 9434247336 / http://arunispiritualliving.com/
For lunch and sweets – Sadananda Mistanna Bhandar

Видео জয়দেব কেঁদুলি মেলা | বীরভূম | JOYDEB KENDULI FAIR, Birbhum канала BHABAGHURE dipanjan
Страницу в закладки Мои закладки
Все заметки Новая заметка Страницу в заметки