Загрузка страницы

সুনামগঞ্জে খেলাফত মজলিসের ইফতার মাহফিল

সুনামগঞ্জে খেলাফত মজলিসের ইফতার মাহফিল
ইসলামি দলগুলোর মাঝে ঐক্য সৃষ্টি করে খেলাফত প্রতিষ্ঠা করতে হবে
---- কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুনতাসির আলী
সুনামগঞ্জ প্রতিনিধি :
খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী বলেছেন, গত ১৭ বছর দেশে গণতন্ত্র ছিলনা। হত্যা, গুম,লুট করে ক্ষমতা টিকিয়ে রেখেছিলেন শেখ হাসিনা। ফ্যাসিস্ট হওয়ার পেছনে কারণ ছিল তাদের মাঝে কুরআনের জ্ঞান ছিলনা। তাকওয়া ছিলনা। তাকওয়া ছাড়া সমাজ, রাষ্ট্র সুন্দর হয়ে উঠেনা। তিনি আরও বলেন, দীর্ঘদিন রাজনৈতিক দলগুলো আন্দোলন, সংগ্রাম করে ফ্যাসিস্ট হঠাতে পারেনি। ছাত্র জনতার আন্দোলনের মুখে তারা পালিয়েছে। কারণ ছাত্ররা রাজনৈতিক দলগুলোর কাছ থেকে কিভাবে আন্দোলন করতে হয় শিখেছে। এই মুহূর্তে দেশে ইসলামি খেলাফতের খুব প্রয়োজন। এ জন্য ইসলামি দলগুলোর মাঝে ঐক্য সৃষ্টি করে খেলাফত প্রতিষ্ঠা করতে হবে। তবেই দেশে ফ্যাসিবাদের জন্ম বার বার হবেনা। মঙ্গলবার (২৫) মার্চ শহরের পানসী রেস্টুরেন্টে খেলাফত মজলিস সুনামগঞ্জ পৌরসভা শাখার উদ্যোগে রাজনৈতিক নেতৃবৃন্দ, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সাংবাদিকদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। খেলাফত মজলিস সুনামগঞ্জ পৌর শাখার সভাপতি মুহাম্মদ আলী খান এর সভাপতিত্বে ও পৌর খেলাফত মজলিসের সেক্রেটারি আতাউল হক'র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সুনামগঞ্জ জেলার সহ সভাপতি সাখাওয়াত হোসেন মোহন, ইউ,কে লুটন শাখার সহ সাধারণ সম্পাদক মাওলানা আমিরুল ইসলাম। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, ছাত্র মজলিসের সভাপতি মু আলী, জেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম, সুনামগঞ্জ পৌর জামায়াতের সেক্রেটারি মাওলানা মিজানুর রহমান,ইসলামি আন্দোলন সুনামগঞ্জ জেলা সভাপতি শহিদুল ইসলাম পলাশী, সুনামগঞ্জ পৌর জামায়াতের নায়েবে আমীর আজিজুল হক মাসুক, খেলাফত মজলিসের সাবেক সাংগঠনিক সম্পাদক আ আব্দুল গফফার।

Видео সুনামগঞ্জে খেলাফত মজলিসের ইফতার মাহফিল канала newturn24
Показать
Страницу в закладки Мои закладки
Все заметки Новая заметка Страницу в заметки