Загрузка страницы

Ei Obelay | Acoustic Version | Shironamhin | Sheikh Ishtiaque I A duet

Song: Ei Obelay
Lyric: Ziaur Rahman
Tune: Kazi Ahmad Shafin
Vocal: Sheikh Ishtiaque
Band: Shironamhin

Shironamhin: http://shironamhin.net/

গান: এই অবেলায়
প্রকাশকাল: ২০১৯

ব্যান্ড: শিরোনামহীন
কথা: জিয়াউর রহমান
সুর: কাজী শাফিন আহমেদ

এই অবেলায়, তোমারি আকাশে, নিরব আপোষে
ভেসে যায়
সেই ভীষন শীতল ভেজা চোখ
কখনো দেখাইনি তোমায়
কেউ কোথাও ভালো নেই যেন সেই,
কতকাল আর হাতে হাত অবেলায়?
কতকাল আর ভুল অবসন্ন বিকেলে
ভেজা চোখ দেখাইনি তোমায়
সেই কবেকার ভায়োলিন, বেজে যায় কতদিন
প্রানে চাপা ঢেউ, দেখেনি আর কেউ।।
কখনো অভিমান, অবাধ্য পিছুটান
জানিনা কি কষ্টে এই অবেলায়
তবুও নির্বাসন বাসর সাজিয়ে,
ঠোঁটে চেপে ধরা থাক ভালোবাসায়।

ঘুনে খাওয়া মেঘে কালো হয়ে যায় হৃদয় যখন
একা একা শুধু অকারণেই ঝরে বৃষ্টি এমন
আজও তাই, অবাক রঙে এঁকে যাই
সাদাকালো রঙ মাখা ফানুসের মুহুর্ত রাঙাই
ভীষণ কালো মেঘ, পুড়ে ছাই আবেগে আজও তাই
অবাক জোছনায় পোড়া চোখ তবুও সাজাই।

এই সন্ধ্যায়, দুচোখ সাগরে, বুকের পাঁজড়ে
ভেসে যায়
অবাক জোছনায় লুকিয়ে রেখেছি
ভেজা চোখ দেখাইনি তোমায়।।

Видео Ei Obelay | Acoustic Version | Shironamhin | Sheikh Ishtiaque I A duet канала Monowar Kayser Moon
Показать
Комментарии отсутствуют
Введите заголовок:

Введите адрес ссылки:

Введите адрес видео с YouTube:

Зарегистрируйтесь или войдите с
Информация о видео
10 января 2022 г. 22:26:20
00:03:55
Яндекс.Метрика