ইরানের আকাশ এখন চীনের পাহাড়ায়|| ঘুম হারাম আলে আবিবের #breakingnews #iran #chaina
ইরানের আকাশ এখন চীনের পাহাড়ায়|| ঘুম হারাম আলে আবিবের #breakingnews #iran #chaina
ইসরাইলের সঙ্গে ১২ দিনের যুদ্ধের পর ধ্বংস হয়ে যাওয়া প্রতিরক্ষা ব্যবস্থাগুলো পুনর্গঠনের উদ্দেশ্যে চীন থেকে উচ্চক্ষমতাসম্পন্ন ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র সিস্টেম গ্রহণ করেছে ইরান। এক আরব গোয়েন্দা কর্মকর্তা ২৪শে জুন ইরান ও ইসরাইলের মধ্যে প্রকৃত কার্যকর যুদ্ধবিরতির কথা উল্লেখ করে জানান যে, এই অস্ত্র হস্তান্তর যুদ্ধবিরতির পরপরই হয়েছে। আরেকজন আরব কর্মকর্তা বিষয়টি সংবেদনশীল হওয়ায় নাম প্রকাশে অনিচ্ছা জানিয়ে বলেন, যুক্তরাষ্ট্রের আরব মিত্ররা তেহরানের এই প্রতিরক্ষা জোরদারের বিষয়ে সচেতন এবং হোয়াইট হাউসকেও বিষয়টি জানানো হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন মিডল ইস্ট আই। এতে বলা হয়, ইরান ঠিক কত মিসাইল সিস্টেম পেয়েছে তা নিশ্চিত নয়। তবে একজন কর্মকর্তা জানান, ইরান এসব ক্ষেপণাস্ত্রের বিনিময়ে চীনে তেল রপ্তানি করছে। চীন ইরানি তেলের সর্ববৃহৎ আমদানিকারক এবং মে মাসে মার্কিন জ্বালানি তথ্য সংস্থা ইআইএ এক প্রতিবেদনে জানায়, ইরানের শতকরা প্রায় ৯০ ভাগ অপরিশোধিত তেল ও কনডেনসেট রপ্তানি হয় চীনে। তেল নিষেধাজ্ঞা এড়াতে ইরান মালয়েশিয়া সহ বিভিন্ন দেশের ট্রান্সশিপমেন্ট হাব ব্যবহার করে তেলের উৎস গোপন রাখে। আরেকজন আরব কর্মকর্তা বলেন, ইরানিরা বেশ সৃজনশীলভাবে বাণিজ্য করে।
Видео ইরানের আকাশ এখন চীনের পাহাড়ায়|| ঘুম হারাম আলে আবিবের #breakingnews #iran #chaina канала Barta Nirjas
ইসরাইলের সঙ্গে ১২ দিনের যুদ্ধের পর ধ্বংস হয়ে যাওয়া প্রতিরক্ষা ব্যবস্থাগুলো পুনর্গঠনের উদ্দেশ্যে চীন থেকে উচ্চক্ষমতাসম্পন্ন ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র সিস্টেম গ্রহণ করেছে ইরান। এক আরব গোয়েন্দা কর্মকর্তা ২৪শে জুন ইরান ও ইসরাইলের মধ্যে প্রকৃত কার্যকর যুদ্ধবিরতির কথা উল্লেখ করে জানান যে, এই অস্ত্র হস্তান্তর যুদ্ধবিরতির পরপরই হয়েছে। আরেকজন আরব কর্মকর্তা বিষয়টি সংবেদনশীল হওয়ায় নাম প্রকাশে অনিচ্ছা জানিয়ে বলেন, যুক্তরাষ্ট্রের আরব মিত্ররা তেহরানের এই প্রতিরক্ষা জোরদারের বিষয়ে সচেতন এবং হোয়াইট হাউসকেও বিষয়টি জানানো হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন মিডল ইস্ট আই। এতে বলা হয়, ইরান ঠিক কত মিসাইল সিস্টেম পেয়েছে তা নিশ্চিত নয়। তবে একজন কর্মকর্তা জানান, ইরান এসব ক্ষেপণাস্ত্রের বিনিময়ে চীনে তেল রপ্তানি করছে। চীন ইরানি তেলের সর্ববৃহৎ আমদানিকারক এবং মে মাসে মার্কিন জ্বালানি তথ্য সংস্থা ইআইএ এক প্রতিবেদনে জানায়, ইরানের শতকরা প্রায় ৯০ ভাগ অপরিশোধিত তেল ও কনডেনসেট রপ্তানি হয় চীনে। তেল নিষেধাজ্ঞা এড়াতে ইরান মালয়েশিয়া সহ বিভিন্ন দেশের ট্রান্সশিপমেন্ট হাব ব্যবহার করে তেলের উৎস গোপন রাখে। আরেকজন আরব কর্মকর্তা বলেন, ইরানিরা বেশ সৃজনশীলভাবে বাণিজ্য করে।
Видео ইরানের আকাশ এখন চীনের পাহাড়ায়|| ঘুম হারাম আলে আবিবের #breakingnews #iran #chaina канала Barta Nirjas
Комментарии отсутствуют
Информация о видео
8 июля 2025 г. 19:16:11
00:04:07
Другие видео канала