Загрузка...

বাজরিগার পাখি ডিম দিলে কি কি খাওয়াবেন | ডিম পাড়া বাজরিগার পাখির খাবার | পাখি পালন | Grow Life

বাজরিগার পাখি ডিম দিলে কি কি খাওয়াবেন | ডিম পাড়া বাজরিগার পাখির খাবার | পাখি পালন
ডিম দিয়ে পাখিকে সুষম খাবার দাবার না দিলে। এবং পর্যাপ্ত পুষ্টি সমৃদ্ধ খাবার না দিতে পারলে তাকেই তার ডিম ভেঙ্গে খেয়ে ফেলে। কখনো বা আকৃতিতে ছোট সাইজের ডিম দেয় কখনো আবার ডিম উর্বর হয় না বিধায় সেই ডিমে তা দিতে বসে না এজন্য আপনার পাখি যাতে ডিম পারতে শুরু করে তবে তাদের কি কি খাবার দাবার দিতে হবে তার এ বিস্তারিত বলবো আজকের ভিডিওতে তো আসন শুরু করি
১, ডিম এর উর্বরতা বাড়াতে সোলা অনেক কার্যকরী একটি উপাদান প্রতি সপ্তাহে দুই থেকে তিন দিন এটা খেতে দিলে পুরুষ পাখির শুক্রাণুর পরিমাণ বৃদ্ধি পায়। যার ফলে আপনার পাখিগুলো যে ডিম পাড়ছে সে ডিমগুলো উর্বর হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। এজন্য যদি আপনার কাছে মনে হয় যে আপনার পাখির উর্বরতা বা ফার্টিলিটি প্রবলেম আছে তবে এই সোলার ব্যবহার করতে পারেন। তাই সোলা ভিজিয়ে রেখে খাওয়ান।
২,
পাখির ডিমের আকৃতি ভালো রাখতে চাইলে সপ্তাহে দুই দিন দুপুরবেলা পাখিকে এগ ফুট দিন। এক ফুট না দিলেও সপ্তাহের তিন দিন পাখিকে সিদ্ধ ডিম কুচি করে খেতে দিন। মাঝে মাঝে কুসুম সহ দিতে পারেন। ডিম দেওয়া শুরু করলে পাখিদের শরীরে প্রচুর পরিমাণে খনিজ এবং ক্যালসিয়ামের চাহিদা বেড়ে যায়। খনিজ এবং ক্যালসিয়ামের চাহিদা পূরণ করার জন্য পাখির কাছে সর্বদা ক্যালসিয়াম ব্লক, মিনারেল ব্লক দিয়ে রাখুন। অতিরিক্ত চাহিদা পূরণের জন্য পাখির পানিতে ক্যালসিয়াম দ্রবণ দুই থেকে তিন ফোঁটা মিশিয়ে দিতে পারেন। এছাড়া ডিমের খোসা গুঁড়ো করে পাঠিয়ে দিয়ে খেতে দিতে পারেন। মাঝে মাঝে সফট ফুড তৈরি করে পাখিকে খেতে দিতে পারেন।
৩,
পাখিকে সকালে শাকসবজি খেতে দিন। শাকসবজি খেলে পাখির সতেজ থাকবে।
নিয়ম করে তিনবেলা পাখিকে দানাদার খাবার খেতে দিন। মানে সবসময় দিয়ে রাখবেন। শুধু চিনা আর কাউন দিলে হবে না। ______
আমরা খাবার বিক্রি করি

৪, সপ্তাহে দুই থেকে তিন দিন সজনের পাতা ও নিম পাতা খেতে দিন। সজনে পাতা ও নিমপাতা ঔষধি গুনে ভরপুর, তাই পাখির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করবে। আশা করি এইসব সতর্কতা এবং নিয়ম গুলো অবলন করলে, পাখির সুস্থ থাকবে এবং নির্ভীক নিয়ে ডিম পেরে বাচ্চা ফুটবে। ইনশাআল্লাহ একটি টিম নষ্ট হবে না। ২১ দিন অপেক্ষা করুন পাখির বাচ্চার কিচিরমিচির ডাক শোনার জন্য।

Видео বাজরিগার পাখি ডিম দিলে কি কি খাওয়াবেন | ডিম পাড়া বাজরিগার পাখির খাবার | পাখি পালন | Grow Life канала grow life
Страницу в закладки Мои закладки
Все заметки Новая заметка Страницу в заметки