Загрузка...

ভিয়েতনামি কৈ মাছ কম খরচে চাষ পদ্ধতি অর্ডার করতে,,01644891662

কিভাবে ভিয়েতনামি কৈ মাছের পোনা অল্প সময়ে চাষ করবেন

imo WhatsApp, 01644891662

Mobile number,,01707759377
কৈ মাছের মৃত্যুর হার কমানোর জন্য,
২ টি কৌশল অবলম্বন করা খুবই গুরুত্বপূর্ণ।

১ঃ- পোনা মজুদ ব্যবস্থাপনা।
২ঃ- খাবার ব্যবস্থাপনা।

১ঃ- পোনা মজুদ ব্যবস্থাপনাঃ-

পুকুরে কৈ মাছের পোনা মজুদ করার সময়,
যে বিষয়টি মাথায় রাখা খুবই গুরুত্বপূর্ণ,
তা হলো পোনার সাইজ।

পোনার সাইজ যদি ছোট-বড় হয়,
তাহলে বড় পোনা ছোট পোনার লেজে
কামুড় দিয়ে পোনাকে আক্রান্ত করে,
পরবর্তীতে আক্রান্ত স্থানে বিভিন্ন ভাইরাস ব্যাকটেরিয়া আক্রমন মাধমে ক্ষতের সৃষ্টি করে (যাকে আমরা লেজ পচা রোগ বলি)।
বিধায় পোনার মড়ক দেখা দেয়।

২ঃ- খাবার ব্যবস্থাপনাঃ-

কৈ মাছের খাবার ব্যবস্থাপনায় কিছু কৌশল অবলম্বন করতে পারলে মৃত্যুর হার অনেকটাই কমানো সম্ভব।

১ঃ- নিয়মিত সুষম খাবার প্রয়োগ করা।

২ঃ- ৩০% হারে দৈনিক চার বার পাউডার খাবার প্রয়োগ করা ( কেজিতে ১০০০ পিছের উপরে হলে)।
৩ঃ- ১০০০ পিছে কেজি হলে ০.৩ মি মি ভাসমান খাবার, ২০% হারে দৈনিক ৪ বার প্রয়োগ করা।

৪ঃ- ৫০০ পিছে কেজি হলে ০.৫ মি মি ভাসমান খাবার, ২০% হারে দৈনিক চার বার প্রয়োগ করা।

৫ঃ- ২০০-২৫০ পিছে কেজি হলে ১ মি মি ভাসমান খাবার, ১৫% হারে দৈনিক চার বার প্রয়োগ করা।

৬ঃ- ১০০ পিছে কেজি হলে ১.৫ মি মি ভাসমান খাবার, ১০% হারে দৈনিক ৩-৪ বার প্রয়োগ করা।

৭ঃ সঠিক সময়ে নিয়মিত খাবার প্রয়োগ করা।

আবহাওয়া ও অন্যান্য সমস্যার কার ততনে উপরোক্ত নিয়ম বা পরিমানের চেয়ে, খাবারের পরিমান কম-বেশি হতে পারে।

খাবার দেওয়ার সময় যে বিষয়টি বিশেষ ভাবে নজর রাখতে হবে তা হলো..
যে পরিমান খাবার প্রয়োগ করা হয়েছে
তা যেন ১৫-২০ মিনিটের মধ্যে
মাছে খেয়ে শেষ করতে পারে।

উপরোক্ত আলোচনা ছাড়াও প্রয়োজনীয় সকল ব্যবস্থা, যথা সময়ে গ্রহন করতে হবে।

Видео ভিয়েতনামি কৈ মাছ কম খরচে চাষ পদ্ধতি অর্ডার করতে,,01644891662 канала তাওহিদ মৎস্য নার্সারি
Страницу в закладки Мои закладки
Все заметки Новая заметка Страницу в заметки