Загрузка...

উপবৃত্তি ২০২৪ পাচ্ছেন ৫০ লাখের বেশি (৬ষ্ঠ - মাস্টার্স) শিক্ষার্থী🔥💰১৭ হাজার কোটি টাকা বেশি |উপবৃত্তি

উপবৃত্তি ২০২৪ পাচ্ছেন ৫০ লাখের বেশি (৬ষ্ঠ - মাস্টার্স) শিক্ষার্থী ১৭ হাজার কোটি টাকা বেশি 💰উপবৃত্তি

#উপবৃত্তি #উপবৃত্তি_২০২৪ #ষষ্ঠ_থেকে_মাস্টার্স_শ্রেণি_উপবৃত্তি

২০২৪ সালে উপবৃত্তি পাচ্ছেন (৬ষ্ঠ - মাস্টার্স) শ্রেনি পর্যন্ত ১৭ হাজার কোটি টাকা 💰 টাকা কবে দিবে ? | উপবৃত্তি

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীরা চলতি মাসের শেষ অথবা জুনের মধ্যে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট কর্তৃক উপবৃত্তির টাকা পেতে পারেন। প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের সহকারী পরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন সোহাগ গণমাধ্যমকে এই তথ্য জানান। তিনি জানান, এই টাকা ঠিক কোন দিন পাওয়া যাবে তা এখনও বলা যাচ্ছে না। #মাধ্যমিক_ও_উচ্চ_মাধ্যমিক_উপবৃত্তি_২০২৪

জানা গেছে, মাধ্যমিকে (ষষ্ঠ থেকে দশম শ্রেণি) ২০২৩-২৪ অর্থবছরে প্রায় ৪৪ লাখ ৬১ হাজার শিক্ষার্থীকে উপবৃত্তির টাকা দেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে বাস্তবে এই সংখ্যা ৫০ লাখ ছাড়িয়ে যেতে পারে। #ষষ্ঠ_থেকে_দশম_শ্রেণী_পর্যন্ত_উপবৃত্তি

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের এক কর্মকর্তা জানান, গত ২০২২-২৩ অর্থবছরে ৪০ লাখ মাধ্যমিকের শিক্ষার্থীকে উপবৃত্তির টাকা দেয়ার লক্ষ্যমাত্রা থাকলেও প্রকৃতপক্ষে দেয়া হয়েছিল ৫০ লাখ ৫৩ হাজার ৬৬১ শিক্ষার্থীকে। এসব শিক্ষার্থীকে মোট ১ হাজার ৪৭৫ কোটি ৫২ লাখ ৭৩ হাজার ৭৬০ টাকা দেয়া হয়। #একাদশ_দ্বাদশ_শ্রেণী_উপবৃত্তি_২০২৪

উচ্চমাধ্যমিকে (একাদশ ও দ্বাদশ শ্রেণি) ২০২৩-২৪ অর্থবছরে ৭ লাখ ৫৯ হাজার শিক্ষার্থীকে উপবৃত্তি দেয়ার লক্ষ্যমাত্রা রয়েছে। গত ২০২২-২৩ অর্থবছরে ৭ লাখ ৬২ হাজার ৫৯৩ শিক্ষার্থীর মধ্যে ৫০৩ কোটি ৬০ লাখ ৫৫ হাজার ৩১০ টাকার উপবৃত্তি বিতরণ করা হয়।#উপবৃত্তি_2024_সকল_শ্রেণী

স্নাতক ও সমমান শ্রেণিতে ২০২৩-২৪ অর্থবছরে ১ লাখ ৬৫ হাজার শিক্ষার্থীকে উপবৃত্তি দেওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে। গত ২০২২-২৩ অর্থবছরের লক্ষ্যমাত্রা ১ লাখ ৩৫ হাজার থাকলেও উপবৃত্তি দেয়া হয় ১ লাখ ৪৫ হাজার ৯৮৯ শিক্ষার্থীকে। তাদের ৭৯ কোটি ৪৭ লাখ ৬১ হাজার ৬৫০ টাকার উপবৃত্তি বিতরণ করা হয়।#স্নাতক_শ্রেণির_উপবৃত্তি_২০২৪

এদিকে উপবৃত্তি নিয়ে এক শ্রেণির প্রতারকচক্র ইতিমধ্যে শিক্ষার্থী ও অভিভাবকদের মোবাইলফোনে খুদে বার্তা পাঠিয়ে বিভিন্ন ব্যক্তিগত মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য বলছে। এমন অভিযোগে কয়েকজনকে গ্রেফতারও করেছে আইনশৃংলারক্ষাকারী বাহিনী।

এ বিষয়ে মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, এ ধরনের কোনো এসএমএস আমাদের পক্ষ থেকে দেওয়া হয় না। এ ধরনের এসএমএস ভুয়া ছাড়া আর কিছু নয়। শিক্ষার্থীর অ্যাকাউন্টে উপবৃত্তির টাকা ঢুকলে আমাদের পক্ষ থেকে একটা স্বয়ংক্রিয় এসএমএস যায়, যেটা অনেকটা ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকলে যেমন এসএমএস যায়, সেটার মতো। এখানে উপবৃত্তির টাকা তোলার জন্য কারও ব্যক্তিগত মুঠোফোন নম্বরে যোগাযোগ করতে বলার কোনো সুযোগ নেই।

শিক্ষা সহায়তা
প্রতিবন্ধী সহায়তা
শিক্ষা সহায়তা ট্রাস্ট
প্রধানমন্ত্রীর কার্যালয়
উপবৃত্তি ফরম ২০২৪
শিক্ষা উপবৃত্তি
ভর্তি সহায়তা
চিকিৎসা অনুদান
ভর্তি উপবৃত্তি
চিকিৎসা উপবৃত্তি
স্নাতক উপবৃত্তি
সমন্বিত উপবৃত্তি কর্মসূচি (ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেনি)
education news,
শিক্ষা বৃত্তি,
উপবৃত্তির আবেদন ২০২৪,
সংখ্যালঘু উপবৃত্তি,
minority people stipend application 2024,
songkhaloghu stipend application,
stipend application form,
stipend form download,stipend form 6 to 10,
autistic stipend,khudro nri gosthi stipend,
২০২৪ সালের নতুন উপবৃত্তির আবেদন,
হিন্দুদের উপবৃত্তি, উপবৃত্তির আবেদন new,
হিন্দু উপবৃত্তি,
তফসিলি উপবৃত্তি
উপবৃত্ত আবেদন ফরম ২০২৪
টাকা সহায়তা ২০২৪
ষষ্ঠ শ্রেণি
সপ্তম শ্রেণী
অষ্টম শ্রেণী
নবম শ্রেণি
দশম শ্রেণীর
আবেদন ফরম
একাদশ শ্রেণীর
দ্বাদশ শ্রেণীর
অনার্স
আবেদন নিয়ম
উপবৃত্তি ২০২৪
২০২৪ সালের উপবৃত্তি
সকল শিক্ষার্থীদের জন্য
ষষ্ঠ থেকে মাস্টার্স শ্রেণি পর্যন্ত
upovirtti 2024
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট

ধন্যবাদ সবাইকে ❤️✨

Facebook pag https://www.facebook.com/profile.php?id=61557391419591&mibextid=ZbWKwL
✅✅✅✅✅✅✅✅✅✅✅✅✅✅✅✅✅✅

Видео উপবৃত্তি ২০২৪ পাচ্ছেন ৫০ লাখের বেশি (৬ষ্ঠ - মাস্টার্স) শিক্ষার্থী🔥💰১৭ হাজার কোটি টাকা বেশি |উপবৃত্তি канала BD JOB NEWS
Страницу в закладки Мои закладки
Все заметки Новая заметка Страницу в заметки