Загрузка страницы

ভীষ্ম নিজের বাবার বিয়ে দিয়েছিলেন কেন? তাকে পিতামহ বলা হয় কেন? ভীষ্মের প্রতিজ্ঞা @Alokpat

'একশো ভাইয়ের এক বোনের কাহিনী'
https://www.youtube.com/watch?v=Vy6V-JkuvvE
ভীষ্মের পূর্ব জন্মের অভিশাপ:
https://www.youtube.com/watch?v=t11RC0nUVzg
গঙ্গা পুত্র ভীষ্মের জন্ম কিভাবে হয়?
https://www.youtube.com/watch?v=7cDbK6MpXYY
ভীষ্মের প্রতিজ্ঞা:
(কাশীদাসী মহাভারতের আদি পর্ব, ৮৪ পৃষ্ঠা এবং রাজশেখর বসু অনুদিত মহাভারতের ৪০ নং পৃষ্ঠা)
নমস্কার বন্ধুরা আলোকপাতে আপনাকে স্বাগত। চলুন আজ দেখে নিই, ভীষ্ম নিজের বাবার বিয়ে দিয়েছিলেন কেন?, দেবব্রতের নাম ভীষ্ম হল কেন? এবং ভীষ্মকে পিতামহ বলা হয় কেন সেই কাহিনী। তথ্যগুলো সংগ্রহ করেছি কাশীদাসী মহাভারতের আদিপর্বের ৮৪ নং পৃষ্ঠা এবং রাজশেখর বসু অনুদিত মহাভারতের ৪০ নং পৃষ্ঠা থেকে। আপনাদের অনুরোধ করব ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং অবশ্যই লাইক করতে ভুলবেন না।
এই কাহিনীর আগের এপিসোড গুলোর লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে দেখে নিতে পারেন।
প্রতিজ্ঞা ভঙ্গ করায় দেবীগঙ্গা সদ্যজাত পুত্রকে নিয়ে অদৃশ্য হয়ে গেলে রাজা শান্তনু বিষণ্ণ মনে প্রাসাদে ফিরে আসেন। যাবার সময় গঙ্গা কথা দিয়েছিলেন যে উপযুক্ত সময়ে তিনি মহারাজকে তার অষ্টম পুত্র ফিরিয়ে দেবেন। পুত্রের অপেক্ষায় দেখতে দেখতে ৩৬ বছর পার হয়ে গেল। একদিন শান্তনু গঙ্গার তীরে আনমনে ঘুরতে ঘুরতে হঠাৎ লক্ষ্য করলেন এক দিব্যকান্তি যুবক একের পর এক শর নিক্ষেপ করে চতুর্দিক আচ্ছন্ন করে রেখেছে। বিস্মিত রাজা সেদিকে এগিয়ে যেতেই যুবক অদৃশ্য হয়ে গেলেন। রাজার মনে দৃঢ় ধারণা হল এ নিশ্চয়ই তার নিজের পুত্র। তিনি গঙ্গার উদ্দেশ্যে বললেন, হে গঙ্গা তুমি তোমার কথা রাখো, আমার পুত্রকে ফিরিয়ে দাও। তখন জাহ্নবী সেই মহাবীর যুবককে নিয়ে সেখানে প্রকট হয়ে বললেন, মহারাজ, 'এই যে আপনার অষ্টম পুত্র দেবব্রত। মহর্ষি বশিষ্ঠের কাছে এ অস্ত্র শিক্ষা করেছে। ইনি ভগবান পরশুরামের মতো অষ্টবিদ্যায় পারদর্শী, দেবগুরু ও দৈত্যগুরু যত অস্ত্র জানেন তোমার পুত্র তা সবই রপ্ত করেছে। একে নিয়ে যাও, যৌবরাজ্যে অভিষিক্ত করো।' এই বলে দেবী গঙ্গা নদীর জলে মিলিয়ে গেলেন। উৎফুল্ল রাজা পুত্রকে নিয়ে রাজধানীতে ফিরে এলেন। রাজ্যবাসীরা রাজকুমারকে দেখে মুগ্ধ হলেন, সারা রাজ্যে উৎসবের মাধ্যমে দেবব্রতের রাজ্যাভিষেক হলো। এর চার বছর পরে একদিন শান্তনু মৃগয়ায় গেলেন। বনের মধ্যে হঠাৎ তিনি এক সুগন্ধের দ্বারা আকৃষ্ট হন। সৌরভ অনুসরণ করে নদীর তীরে এক পরমা সুন্দরী যুবতীর কাছে পৌঁছালেন। ইনি হলেন ধীবর রাজকন্যা সত্যবতী। আগে এর গায়ে মাছের আঁশটে গন্ধ ছিল বলে একে মৎসগন্ধা বল হত। এক বিখ্যাত ব্যক্তির সাথে কুমারী অবস্থায় মিলনের পর এর শরীরের মাছের গন্ধ পদ্মের সুগন্ধে পরিণত হয়। সেই কাহিনী পরবর্তীতে আলোকপাতে প্রচারিত হবে। তাই এখনো Alokpat চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টা বাজিয়ে রাখুন। মৎসগন্ধার রূপে মুগ্ধ হয়ে শান্তনু দাসরাজের কাছে গিয়ে তার কন্যাকে বিবাহ করার ইচ্ছা প্রকাশ করেন। দাসরাজ বললেন, মহারাজ, আপনাকে জামাতা রূপে পাওয়া যে কোনো পিতার কাছে স্বপ্ন। কিন্তু আমার একটা শর্ত আছে, আমার কন্যার সন্তানকেই পরবর্তী রাজা করতে হবে। শান্তনু দেবব্রতের কথা চিন্তা করে বিষণ্ণ মনে সেখান থেকে ফিরে এলেন। এরপর রাজা একপ্রকার নাওয়া খাওয়া ছেড়ে মনমরা হয়ে রইলেন। দেবব্রত পাত্র মিত্রদের কাছ থেকে সব ঘটনা শুনে ধীবর রাজের কাছে ছুটে গেলেন। সকলকে সাক্ষী রেখে তিনি বললেন, দাসরাজ আমি কথা দিলাম, কোনোদিন রাজসিংহাসন দাবি করবো না, আমি নিজে আপনার কন্যার সন্তানকে সিংহাসনে বসাব। দাসরাজ বললেন, সে নাহয় হল কিন্তু পরবর্তীতে যদি আপনার সন্তান সিংহাসন দাবি করে তখন কী হবে? তখন দেবব্রত বললেন, ত্রিভূবনের সবাইকে সাক্ষী রেখে আমি প্রতিজ্ঞা করছি, আমি কোনোদিন বিবাহ করবো না, আজন্ম ব্রহ্মচারী থাকব। দেবব্রতের এই ভীষণ প্রতিজ্ঞার জন্য তার নাম হয় ভীষ্ম। এবার দাসরাজ নিশ্চিন্ত মনে শান্তনুর সাথে সত্যবতীর বিবাহে সম্মত হলেন। মহা ধুমধামে শান্তনু ও সত্যবতীর বিবাহ সম্পন্ন হল। পিতার জন্য নিজের সর্বস্ব ত্যাগ করায় শান্তনু দেবব্রতের প্রতি অত্যন্ত প্রসন্ন হয়ে তাকে ইচ্ছা মৃত্যুর বরদান করেন। পরে শান্তনুর ঔরসে সত্যবতীর গর্ভে চিত্রাঙ্গদ ও বিচিত্রবীর্যের জন্ম। গন্ধর্বদের সাথে যুদ্ধে চিত্রাঙ্গদের মৃত্যু হলে ভীষ্ম নাবালক বিচিত্রবীর্যকে সিংহাসনে বসান। ভাইয়ের বিয়ের জন্য তিনি কাশীরাজের তিন কন্যা অম্বা, অম্বিকা ও অম্বালিকাকে হরণ করে আনেন। এদের মধ্যে অম্বিকা ও অম্বালিকার সাথে বিচিত্রবীর্যের বিবাহ হয়। কিন্তু বিচিত্রবীর্য অপুত্রক অবস্থায় যক্ষারোগে আক্রান্ত হয়ে মারা যান। তখন বংশ রক্ষা করতে সত্যবতী নিজের পুত্র মহাভারতের রচয়িতা কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেবকে আহ্বান করেন। মায়ের আদেশে ব্যাসদেব সৎভাই বিচিত্রবীর্যের দুই স্ত্রী অম্বিকা ও অম্বালিকার সাথে সঙ্গম করেন। ফলে ধৃতরাষ্ট্র ও পান্ডুর জন্ম হয়। ধৃতরাষ্ট্র ১০০ টি পুত্র ও এক কন্যার জন্ম দেন। এরা কৌরব নামে পরিচিত। এবং পান্ডু পঞ্চ পান্ডবের জন্ম দেন। সম্পর্কে ভীষ্ম কৌরব ও পান্ডবদের পিতামহ। তাই তাকে পিতামহ ভীষ্ম বলা হয়।
YouTube channel👇
https://www.youtube.com/alokpat
Facebook👇
https://www.facebook.com/alokpat4you/
Instagram👇
https://www.instagram.com/alokpat4u/
Twitter🐦👇
https://mobile.twitter.com/PandaySukanta
Blogg👇
http://alokpat.blogspot.in/?m=1
Sharechat👉 @alokpat
Credit:
music:
https://www.bensound.com/
Sound effects:
https://www.partnersinrhyme.com/
https://www.soundbible.com/
Green screen effects:
https://www.youtube.com/channel/UCwNG7D5foTK8yFCnCDhAkoA
Facts:
#alokpat #আলোকপাত #ভীষ্ম #mahabharat
Visma, ভীষ্মের প্রতিজ্ঞা, ভীষ্ম, দেবব্রত, পিতামহ ভীষ্ম, গঙ্গা, গঙ্গাপুত্র ভীষ্ম, শান্তনু, গঙ্গা সাগরে সন্তান বিসর্জন
অষ্টবসু, অষ্টবিদ্যা, হস্তিনাপুর, যৌবরাজ্য, মৎস্যগন্ধা, সত্যবতী, অম্বা, অম্বিকা, অম্বালিকা, কাশীরাজ, শাল্যরাজ, ধীবর রাজ, শান্তনু ও সত্যবতী, ভীষ্মের ইচ্ছা মৃত্যু, চিত্রাঙ্গদ, বিচিত্রবীর্য, ব্যাসদেব, ধৃতরাষ্ট্র, পান্ডু, পান্ডব, কৌরব, দুঃশলা

Видео ভীষ্ম নিজের বাবার বিয়ে দিয়েছিলেন কেন? তাকে পিতামহ বলা হয় কেন? ভীষ্মের প্রতিজ্ঞা @Alokpat канала Alokpat
Показать
Комментарии отсутствуют
Введите заголовок:

Введите адрес ссылки:

Введите адрес видео с YouTube:

Зарегистрируйтесь или войдите с
Информация о видео
27 декабря 2019 г. 11:30:11
00:06:45
Другие видео канала
আজব দাবী, বান্ধবীর স্বামী মানে আমারও স্বামী। শর্মিষ্ঠা, যযাতি ও দেবযানী। দেবতাদের মৃত সঞ্জীবনী লাভআজব দাবী, বান্ধবীর স্বামী মানে আমারও স্বামী। শর্মিষ্ঠা, যযাতি ও দেবযানী। দেবতাদের মৃত সঞ্জীবনী লাভঅক্ষয় তৃতীয়ায় সোনার বদলে সস্তায় কি কেনা যাবে? অক্ষয় তৃতীয়া ২০২২অক্ষয় তৃতীয়ায় সোনার বদলে সস্তায় কি কেনা যাবে? অক্ষয় তৃতীয়া ২০২২মহাভারতের এই রাজা হিমালয় পর্বতে লক্ষ লক্ষ টন সোনা লুকিয়ে রেখেছিলেন? Hidden treasure in Himalaya?মহাভারতের এই রাজা হিমালয় পর্বতে লক্ষ লক্ষ টন সোনা লুকিয়ে রেখেছিলেন? Hidden treasure in Himalaya?হাইব্রিড সূর্য গ্রহণ কি? রাহু সূর্য ও চাঁদকে গিলে খায় কেন? সূর্য গ্রহণ ও চন্দ্র গ্রহণ  কেন হয়?হাইব্রিড সূর্য গ্রহণ কি? রাহু সূর্য ও চাঁদকে গিলে খায় কেন? সূর্য গ্রহণ ও চন্দ্র গ্রহণ কেন হয়?পথের পাঁচালি সিনেমায় শেষ বার দেখানো হয়েছিল পূণ্যি পুকুর ব্রত। কারা করে এই ব্রত? কিভাবে করবেন?পথের পাঁচালি সিনেমায় শেষ বার দেখানো হয়েছিল পূণ্যি পুকুর ব্রত। কারা করে এই ব্রত? কিভাবে করবেন?ব্রাহ্মণীর উরু থেকে এই রাজার জন্ম, বাড়ব অনল, বাড়বাগ্নি, রাজা ঔর্ব, Ourbaব্রাহ্মণীর উরু থেকে এই রাজার জন্ম, বাড়ব অনল, বাড়বাগ্নি, রাজা ঔর্ব, Ourbaচড়ক পূজার ভয়ঙ্কর সব কার্যকলাপ ,চড়ক পূজাচড়ক পূজার ভয়ঙ্কর সব কার্যকলাপ ,চড়ক পূজাঅর্জুন সুভদ্রাকে বিয়ে করে দ্রৌপদীর সামনে আনার পর কী হয়য়েছিল? দ্রৌপদী ও সুভদ্রা Draupadi and Subhadraঅর্জুন সুভদ্রাকে বিয়ে করে দ্রৌপদীর সামনে আনার পর কী হয়য়েছিল? দ্রৌপদী ও সুভদ্রা Draupadi and Subhadraরক্তবীজের জন্ম তার বউয়ের পেট থেকে, কিভাবে? মহিষাসুরের প্রকৃত পরিচয়।রক্তবীজের জন্ম তার বউয়ের পেট থেকে, কিভাবে? মহিষাসুরের প্রকৃত পরিচয়।মরুত্তের গুপ্তধনমরুত্তের গুপ্তধনঋষি উতঙ্ক ঘোড়ার পাছায় ফু দিয়েছিলেন কেন?ঋষি উতঙ্ক ঘোড়ার পাছায় ফু দিয়েছিলেন কেন?দ্রৌপদীর পঞ্চস্বামী আসলে কারা? পঞ্চ পাণ্ডবের প্রকৃত পরিচয়, Pancha Pandava past lifeদ্রৌপদীর পঞ্চস্বামী আসলে কারা? পঞ্চ পাণ্ডবের প্রকৃত পরিচয়, Pancha Pandava past lifeঅঘোরীরা কি সত্যিই মৃতদেহের সাথে যৌনমিলন করে? Mysterious facts about Aghori,Aghoraঅঘোরীরা কি সত্যিই মৃতদেহের সাথে যৌনমিলন করে? Mysterious facts about Aghori,Aghoraসুগ্রীবের সাথে রামের বন্ধুত্ব কিভাবে হয়েছিল? when Sugriva Meet Rama for the first timeসুগ্রীবের সাথে রামের বন্ধুত্ব কিভাবে হয়েছিল? when Sugriva Meet Rama for the first timeঅভিশপ্ত ঋষ্যমূক পর্বত, বালী ও দুন্দুভির যুদ্ধ, মতঙ্গের অভিশাপঅভিশপ্ত ঋষ্যমূক পর্বত, বালী ও দুন্দুভির যুদ্ধ, মতঙ্গের অভিশাপখর ও দূষণকে রামচন্দ্র নিজের হাতে বধ করেছিলেন কেন? খর-দূষণ বধ, Khara Dushan Badh, Ramayana Storyখর ও দূষণকে রামচন্দ্র নিজের হাতে বধ করেছিলেন কেন? খর-দূষণ বধ, Khara Dushan Badh, Ramayana Storyষাঁড় কিভাবে শিবের বাহন হল? এক নারী কিভাবে ষাঁড়ে রূপান্তরিত হলেন? Shiber Bahanষাঁড় কিভাবে শিবের বাহন হল? এক নারী কিভাবে ষাঁড়ে রূপান্তরিত হলেন? Shiber Bahanঋষি উতঙ্ক শ্রীকৃষ্ণকে অভিশাপ দিতে গিয়েছিলেন কেন? Utankaঋষি উতঙ্ক শ্রীকৃষ্ণকে অভিশাপ দিতে গিয়েছিলেন কেন? Utankaনাটাই চন্ডীর উপাখ্যান। সওদাগরের দুই বউ রূপকথানাটাই চন্ডীর উপাখ্যান। সওদাগরের দুই বউ রূপকথা108 Shiva Mantra, Maha Mrityunjay Mantra108 Shiva Mantra, Maha Mrityunjay Mantraনীল পূজা ২০২৩ এর এক ঝলক।নীল পূজা ২০২৩ এর এক ঝলক।
Яндекс.Метрика