Загрузка...

ঝালময় চিংড়ি ভুনা তৈরির রেসিপি | চিংড়ি ভুনা তৈরির রেসিপি | prawn bhona recipe

চিংড়ি ভুনা তৈরির রেসিপি | easy prawn Bhuna recipe

#food #prawns #prawnrecipe #prawnmasala #cooking

@dujonerrannaghor2256
চিংড়ি দিয়ে তৈরি করা যেকোনো খাবারই দারুণ সুস্বাদু লাগে। এমনকী অন্য অনেক খাবারের স্বাদ বাড়াতেও কাজ করে চিংড়ি। খুব অল্প সময়ে এবং অল্প মসলা দিয়েই তৈরি করা যায় চিংড়ির নানা পদ। গরম ভাতের সঙ্গে ঝটপট ঝাল কোনো খাবার খেতে চাইলে বেছে নিতে পারেন চিংড়ি ভুনা। চলুন তবে জেনে নেওয়া যাক চিংড়ি ভুনা তৈরির রেসিপি।
বিদ্র: উপকরণগুলো আমাদের ভিডিওতে দেওয়া আছে
যেভাবে তৈরি করবেন:

চিংড়ির মাথা এবং খোসা ফেলে পরিষ্কার করে ধুয়ে অল্প লবণ এবং হলুদ মেখে নিন। এরপর পাত্রে তেল গরম দিন। তেল গরম হয়ে গেলে লবণ-হলুদ মাখা চিংড়ি মাছ সামান্য ভেজে তুলে রাখুন। এবার এই তেলে পেঁয়াজ এবং মরিচ দিয়ে দিন। পেঁয়াজ ভাজা ভাজা হয়ে এলে এতে সামান্য পানি দিয়ে আদা বাটা, হলুদ, মরিচ, জিরা এবং লবণ দিয়ে দিন।

মসলা ভালো করে কষানো হলে তাতে কুচি করা টমেটো দিয়ে দিন। সব কষিয়ে সময় নিয়ে রান্না করুন। প্রয়োজনে অল্প অল্প পানি যোগ করুন। মসলা কষাতে কষাতে তেল ভেসে উঠলে তাতে ভাজা চিংড়িগুলো দিয়ে নেড়ে দিন। চুলার আঁচ মাঝারি রেখে চার-পাঁচ মিনিট পাত্রের ঢাকনা দিয়ে রাখুন। মাঝে একবার মাছগুলো নেড়ে দিন যাতে পাত্রের নিচে লেগে না যায়। এরপর ধনিয়া পাতা ছড়িয়ে দিয়ে চুলা বন্ধ করে দিন। নামিয়ে পরিবেশন করুন।

Видео ঝালময় চিংড়ি ভুনা তৈরির রেসিপি | চিংড়ি ভুনা তৈরির রেসিপি | prawn bhona recipe канала Dujoner Rannaghor
Страницу в закладки Мои закладки
Все заметки Новая заметка Страницу в заметки