Загрузка страницы

মহাপ্রভু হরিচাঁদ ঠাকুরের বন্দনা ও পিতা মাতার বন্দনা কির্তন।শ্রী রবিন গোসাই।

পূর্ণব্রহ্ম শ্রীশ্রী মহাপ্রভূর হরিচাঁদ ঠাকুরের বন্দনা। ওড়াকান্দি ঠাকুর পূর্ণব্রহ্ম শ্রীশ্রী হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের বন্দনা। পিতা ও মাতার বন্দনা শ্রী বিনোদ গোসাই রচিত।
সঙ্গীত পরিবেশনা শ্রী রবিন গোসাই,( শ্রীধাম লক্ষ্মীখালী)।
বন্দনাঃ
জয় জয় হরিচাঁদ জয় কৃষ্ণদাস।
জয় শ্রী বৈষ্ণব দাস জয় গৌরী দাস।
জয় শ্রী স্বরূপ দাস পঞ্চ সহোদর,
পতিত পাবন হেতু হৈলা অবতার।
জয় জয় গুরুচাঁদ জয় হীরামন,
জয় শ্রী গোলোকচন্দ্র জয় শ্রী লোচন।
জয় জয় দশরথ জয় মৃত্যুঞ্জয়,
জয় জয় মহানন্দ প্রেমানন্দময়।
জয় নাটু জয় ব্রজ জয় বিশ্বনাথ,
নিজ দাস করি মোরে কর আত্মসাৎ।

অথ মঙ্গলাচরণঃ
হরিচাঁদ চরিত্রসুধা প্রেমের ভান্ডার,
আদি অন্ত নাহি যার কলিতে প্রচার।
সত্য ত্রেতা দ্বাপরের শেষ হয় কলি,
ধন্য কলিযুগ কহে বৈষ্ণব সকলি।
তিন যুগ পরে কলি যুগ এ কনিষ্ঠ,
কনিষ্ঠ হইয়া হৈল সর্ব্বযুগ শ্রেষ্ঠ।
এই কলিকালে শ্রীগৌরাঙ্গ অবতার,
বর্ত্তমান ক্ষেত্রে দারুব্রহ্মরূপ আর।
যে যাঁহারে ভক্তি করে সে তার ঈশ্বর,
ভক্তিযোগে সেই তার স্বয়ং অবতার।
হয়গ্রীব অবতার কপিলাবতার,
অষ্টাবিংশ অবতার পুরাণে প্রচার।
মৎস্য কূর্ম্ম বামন বরাহ নরহরি,
ভৃগুরাম রঘুরাম রাম অবতরি।
ঈশ্বরের অংশকলা সব অবতার,
প্রথম পুরুষ অবতার রঘুবর।
নন্দের নন্দন হ’ল গোলোকের নাথ,
সংকর্ষণ রাম অবতার তাঁর সাথ।
সব ঈশ্বরের অংশ পুরাণে নিরখি,
বর্ত্তমান দারুব্রহ্ম অবতার কল্কি।
সব অবতার হ’তে রাম দয়াময়,
দারুব্রহ্ম দয়াময় কৃষ্ণ দয়াময়।
পূর্ণব্রহ্ম পূর্ণানন্দ নন্দের নন্দন,
সেই নন্দসূত হ’ল শচীর নন্দন।
যে কালে জন্মিল কৃষ্ণ পূর্ণব্রহ্ম নয়,
পূর্ণ হ’ল যেকালে পড়িল যমুনায়।
শচীগর্ভে জন্ম ল’য়ে না ছিলেন পূর্ণ,
দীক্ষাপ্রাপ্তে পূর্ণ নাম শ্রীকৃষ্ণ চৈতন্য।
তখন হইয়া পূর্ণ সন্ন্যাস করিলে,
আটচল্লিশ বর্ষ পরে মিশিলা উৎকলে।
সকল হরণ করে তাঁরে বলি হরি।
রাম হরি কৃষ্ণ হরি শ্রীগৌরাঙ্গ হরি।
প্রেমদাতা নিত্যানন্দ তাঁর সমিভ্যরে,
হরিকে হরয় সেই হরিভক্ত দ্বারে।
নিত্যানন্দ হরি কৃষ্ণ হরি গৌর হরি,
হরিচাঁদ আসল হরি পূর্ণানন্দ হরি।
এই হরিচাঁদ লীলা সুধার সাগর,
তারকেরে কর হরি তাহাতে মকর।

জয় জয় শান্তি হরিচাঁদ গুরুচাঁদ প্রিতে প্রেমানন্দে হরিধ্বনী বলমন।
মাতা পিতার বন্দনা
পিতা স্বর্গ পিতা ধর্ম সর্ব শাস্ত্রে কয়।
ভাবিয়া পিতার পদ রাখিনু মাথায়।।
যাহার কৃপায় আমি এ জগতে আসি।
তাহার শরণে পাপ খণ্ডে রাশি রাশি।।
না বুঝিয়া কত পাপ করেছি চরণে।
এ পাপের নাহি ক্ষমা সে চরণ বিনে।।
কত কষ্টে পিতা মোর করেছে পালন।
পিতৃঋণ শোধ দিতে পারে কোন জন।।
পিতা যে পরম বস্তু সাধনের ধন।
পূজিলি না সে চরণ ওরে মূঢ় মন।।
মায়াজালে হয়ে বন্দি সে সব ভুলিলি।
ঘরেতে রাখিয়া ধর বাহিরে খুঁজিলি।।
যখনে ছিলিরে মন পিতৃ মণিপুরে।
তথা হতে আইলিরে জননী জঠরে।।
দশ মাস দশ দিন ছিলি মাতৃগর্ভে।
মাতা মোর কত কষ্ট করে কত ভাবে।।
অসহ্য যাতনা মাতা সহে হাস্য মুখে।
আশাতে বাধিয়া বুক সদা থাকে সুখে।।
দশ মাস দশ দিন যখনে হইল।
প্রসব করিতে মাতা কত কষ্ট পেল।।
তারপর কতভাবে করেছে পালন।
স্তন দুগ্ধ দিয়ে মোরে বাঁচায় জীবন।।
তবু মাতা দিন রাত প্রফুল্ল অন্তরে।
স্নেহভরে কোলে করে কত যত্ন করে।।
নিজে না খাইয়া মাতা খাওয়ায়েছে মোরে।
মল মূত্র ধোয়ায়েছে ঘৃণা নাহি করে।।
এত কষ্ট করে মাতা তবু হাসি মুখে।
পুত্রের বদন হেরি পাসরিল দুখে।।
মা শব্দের তুল্য দিতে আর কিছু নাই।
ঐ চরণে গয়া গঙ্গা সব কিছু পাই।।
এ হেন মায়ের পদ ভাবিয়া অন্তরে।
লিখিলাম এই পুথি মা বাপের বরে।।
মাতা পিতার চরণে করিলাম স্তুতি।
পাপ দেহে যেন মোর জাগয়ে ভকতি।।
তাই বলি ওরে মন বেলা ডুবে গেল।
কান্দিয়া বিনোদ বলে হরি হরি বল।।

Видео মহাপ্রভু হরিচাঁদ ঠাকুরের বন্দনা ও পিতা মাতার বন্দনা কির্তন।শ্রী রবিন গোসাই। канала শ্রী শ্রী রসিক গোসাই
Показать
Комментарии отсутствуют
Введите заголовок:

Введите адрес ссылки:

Введите адрес видео с YouTube:

Зарегистрируйтесь или войдите с
Информация о видео
8 апреля 2022 г. 5:11:12
00:09:57
Другие видео канала
হরি সংঙ্গীত.মনা ভাই আয়নারে যাই তীর্থ ভ্রমনে।শ্রী রবিন গোসাই।।হরি সংঙ্গীত.মনা ভাই আয়নারে যাই তীর্থ ভ্রমনে।শ্রী রবিন গোসাই।।হরিচাঁদ রুপে পরান হরে নিলো.শ্রী শ্রী হরি সংঙ্গীত.হরিচাঁদ রুপে পরান হরে নিলো.শ্রী শ্রী হরি সংঙ্গীত.শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের বন্দনা।পরিবেশনায় মিনতি হাওলাদর। শ্রী শ্রী রসিক গোসাই মন্দির।।শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের বন্দনা।পরিবেশনায় মিনতি হাওলাদর। শ্রী শ্রী রসিক গোসাই মন্দির।।হরিবল মন রসনা,ভবে এমন জনম আর হবে না।মহাসংকীর্তন, তারক সরকার।।শিল্পি:সন্ধা রানী বড়াল।হরিবল মন রসনা,ভবে এমন জনম আর হবে না।মহাসংকীর্তন, তারক সরকার।।শিল্পি:সন্ধা রানী বড়াল।সাধু যদি হতে চাও তবে লক্ষিখালি যাও..শ্রীধাম লক্ষিখালি..সাধু যদি হতে চাও তবে লক্ষিখালি যাও..শ্রীধাম লক্ষিখালি..বাংলাদেশর বৃহত্তর নারায়ণগঞ্জ দূর্গা পূজা 20২৩ (ঢাকা, বাংলাদেশ)..বাংলাদেশর বৃহত্তর নারায়ণগঞ্জ দূর্গা পূজা 20২৩ (ঢাকা, বাংলাদেশ)..নমস্তে শ্রীগুরু গোপাল চাঁদের শ্রীচর।ভক্ত প্রেম সংঙ্গীত।নমস্তে শ্রীগুরু গোপাল চাঁদের শ্রীচর।ভক্ত প্রেম সংঙ্গীত।According to Hinduism, the world was created.মনুসংহিতা গ্রন্থ অনুসারে পৃথিবী উৎপন্ন।According to Hinduism, the world was created.মনুসংহিতা গ্রন্থ অনুসারে পৃথিবী উৎপন্ন।পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আসর বন্দনা গান।আসরে এসো হরি দয়াময়.পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আসর বন্দনা গান।আসরে এসো হরি দয়াময়.কেন সাধে সাধে সংসার মেদে বন্দি রলি কারাগারে,মন চল যাই গুরুর দরবারে।শ্রী শ্রী হরি সংঙ্গীত।কেন সাধে সাধে সংসার মেদে বন্দি রলি কারাগারে,মন চল যাই গুরুর দরবারে।শ্রী শ্রী হরি সংঙ্গীত।শ্রী শ্রী হরি সংঙ্গীত। আমার হৃদ কদম্ব তরুমূলে দাড়াও শ্রী হরি।জয় হরিচাঁদ।..শ্রী শ্রী হরি সংঙ্গীত। আমার হৃদ কদম্ব তরুমূলে দাড়াও শ্রী হরি।জয় হরিচাঁদ।..বিপাকে পরিয়া গৌর গেলাম মারা,হরিচাঁদ গুরুচাঁদ ভেবে হলেম সারা।শ্রী শ্রী মহাসংঙ্কীর্তন। হরিবর সরকার।বিপাকে পরিয়া গৌর গেলাম মারা,হরিচাঁদ গুরুচাঁদ ভেবে হলেম সারা।শ্রী শ্রী মহাসংঙ্কীর্তন। হরিবর সরকার।শ্রী সাগর সাধু ঠকুরের বক্তব্য। স্থান:বংকুরা,ঝালকাঠি।শ্রী সাগর সাধু ঠকুরের বক্তব্য। স্থান:বংকুরা,ঝালকাঠি।হরিচাঁদ ঠাকুরের ভোগ আরতি।ভোজন মন্দিরে হরি যশমন্তের নন্দন। মহাসংকীর্তন..শিল্পী.শ্রী রবিন গোসাই.হরিচাঁদ ঠাকুরের ভোগ আরতি।ভোজন মন্দিরে হরি যশমন্তের নন্দন। মহাসংকীর্তন..শিল্পী.শ্রী রবিন গোসাই.সাধু যদি হতে চাও শ্রীধাম লক্ষিখালি যাও..সাধু যদি হতে চাও শ্রীধাম লক্ষিখালি যাও..হরি গুন ঘুনে দেহ জ্বারে নিল ।আমি না জানি মোর গুনমনি’রে কোন গুনে তনু জারিল আমার মন মজাল ।হরি সংঙ্গীতহরি গুন ঘুনে দেহ জ্বারে নিল ।আমি না জানি মোর গুনমনি’রে কোন গুনে তনু জারিল আমার মন মজাল ।হরি সংঙ্গীতশ্রী শ্রী রসিক গোসাইর বাড়িতে গোপালচাঁদ ঠাকুরের পঞ্চম দোল অনুষ্ঠানে লক্ষ্মীখালীর বড়মা.শ্রী শ্রী রসিক গোসাইর বাড়িতে গোপালচাঁদ ঠাকুরের পঞ্চম দোল অনুষ্ঠানে লক্ষ্মীখালীর বড়মা.সনাতন ধর্মের কোন গ্রন্থে কতো শ্লোক রয়েছে....hindu puran...সনাতন ধর্মের কোন গ্রন্থে কতো শ্লোক রয়েছে....hindu puran...
Яндекс.Метрика