Загрузка...

অ্যাপেরেসিস এর মাধ্যমে প্লাটিলেট ট্রান্সফিউশন পদ্ধতি, এর সুবিধা এবং প্লাটিলেট ডোনার সিলেকশন

কি কি রোগে প্লাটিলেট কমে যায়?
===========================================
ভাইরাস সংক্রমণ, কেমোথেরাপি, রেডিও থেরাপি, লিউকেমিয়া, অ্যানিমিয়া, ভিটামিন-বি১২ স্বল্পতা, রক্তে আয়রন স্বল্পতা, বিভিন্ন অ্যান্টিবায়োটিক ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায় কমে যায় প্লাটিলেটের পরিমাণ। কখনও জন্মগতভাবে ইমিউনোলজি সমস্যার কারণেও এই সমস্যা হয়ে থাকে।
প্লাটিলেট কমে যাওয়ার লক্ষণসমূহঃ
===========================================
ত্বকে ছোট ছোট লাল রঙের র‍্যাশ, দাঁতের গোড়া থেকে রক্তক্ষরণ, নাক ও গলা থেকে রক্তক্ষরণ।
কেন অ্যাপেরেসিস মেশিনের মাধ্যমে প্লাটিলেট কালেকশন করবেন ?
===========================================
রক্ত থেকে বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে প্লাটিলেট আলাদা করে রোগীর শরীরে দেওয়া হয়। রক্ত থেকে প্লাটিলেট আলাদা করা হয় সাধারণ ও এফেরেসিস পদ্ধতিতে। সাধারণ পদ্ধতিতে চারজন রক্তদাতা থেকে রক্ত সংগ্রহ করা হয়, এরপর চার ব্যাগ রক্ত থেকে একসঙ্গে মেশিনের সাহায্যে প্লাটিলেট আলাদা করা হয়। এতে রক্তের অন্যান্য উপাদান খুব একটা কাজে লাগানো সম্ভব হয় না। আর 'প্লাটিলেট এফেরেসিস' পদ্ধতির মাধ্যমে একজন রক্তদাতা থেকে ২৫০ মি.লি. রক্ত থেকে প্লাটিলেট আলাদা করে অবশিষ্ট রক্তটুকু রক্তদাতার শরীরে ফেরত দেওয়া হয়। বাংলাদেশের কিছু কিছু হাসপাতালে এফেরাসিস মেশিনের সুবিধা থাকলেও এটি অনেক ব্যয়বহুল প্রক্রিয়া। সরকারি-বেসরকারি হাসপাতালভেদে প্লাটিলেট টানাতে ১৪ হাজার থেকে ৩৫ হাজার টাকা পর্যন্ত খরচ পড়বে।

কারা অ্যাপেরেসিস প্লাটিলেট দিতে পারবেন?
==========================================
সব রক্তদাতাই সাধারণ প্লাটিলেটের জন্য রক্ত দান করতে পারলেও অ্যাপেরেসিস প্লাটিলেটের জন্য প্রয়োজন বিশেষ যোগ্যতাসম্পন্ন রক্তদাতা। অ্যাপেরেসিস প্লাটিলেট রক্তদাতার ওজন হতে হবে ৬০ কেজির বেশি। হাতের ভেন হতে হবে বেশ মোটা। প্লাটিলেটদাতার হিমোগ্লোবিন হতে হবে ১৪-এর বেশি। প্লাটিলেটের পরিমাণ হতে হবে অন্তত ২ লাখ ৫০ হাজার। আর একজন সুস্থ প্লাটিলেটদাতা প্রতি ১৫ দিন পরপর প্লাটিলেট দান করতে পারেন।

এ এম জেড হাসপাতালে অ্যাপেরেসিস মেশিন রয়েছে । এবং রয়েছে মান সম্মত ও উন্নত মানের ব্লাড ব্যাংক ।
===========================================
সরাসরি অ্যাপয়েন্টমেন্ট পেতে যোগাযোগ করুন আমাদের হটলাইন নম্বরেঃ📞১০৬৯৯
=========================================
আমাদের ঠিকানাঃ
-------------------
🏥 এএমজেড হাসপাতাল লিঃ
📍 ঠিকানাঃ চ -৮০/৩ প্রগতি স্বরণী, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২
🌐www.amzhospitalbd.com

#Medicine #amzhospitalltd
#bloodbank
#platelet
#apheresis

Видео অ্যাপেরেসিস এর মাধ্যমে প্লাটিলেট ট্রান্সফিউশন পদ্ধতি, এর সুবিধা এবং প্লাটিলেট ডোনার সিলেকশন канала AMZ Hospital Ltd
Страницу в закладки Мои закладки
Все заметки Новая заметка Страницу в заметки