Загрузка...

সরিষার তেল এর ঝাঁজ পেতে হলে রায় সরিষার তেল খেতে হবে ।

মানুষসহ প্রত্যেক প্রাণের সুস্থ জীবনের জন্য নিরাপদ খাদ্যের কোনো বিকল্প নেই। সুস্থ্যভাবে বেঁচে থাকার জন্য ঘরে এবং বাইরে প্রতিদিন আমরা খাবার হিসেবে যা খাচ্ছি তা রিতিমতো ভয়-ভীতিকর, আতঙ্কের। আমাদের প্রতিবেলার খাবার স্বাভাবিক ভাবেই নিরাপদ ও পুষ্টিকর হওয়ার কথা থাকলেও এদেশে ফসল নির্বাচন, উৎপাদন, উত্তোলন বা সংগ্রহ, প্রক্রিয়াজাতকরণ, পরিবহন ইত্যাদি যারা নিয়ন্ত্রণ করে তারাই আমাদেরকে নানা ভাবে জিম্মি করে রেখেছে। হাইব্রিড, জিএমও বীজ, বিভন্ন প্রকার ক্ষতিকর রাসায়নিক সার, ভয়ঙ্কর মাত্রায় বহুপ্রকার কীটনাশক, আগাছানাশক, গ্রোথ হরমোন, সৌন্দর্যবর্ধক, কৃত্রিম ভাবে পাকানো, প্রকৃয়াজাতকালে বহু রাসায়নিক এবং নানান রকম ভেজাল মিশিয়ে প্রকৃত স্বাদহীন, মেয়াদোত্তীর্ণ অনিরাপদ খাদ্য বহু হাত ঘুরে আমাদের জন্য খাবার রুপে আসছে। যার ফলে বিভিন্ন রকমের ক্যান্সার, লিভার সিরোসিস, কিডনি ফেলিউর, হাঁপানি, ক্ষুদামন্দা, খাবারে অরুচি, অ্যালার্জি, অ্যাজমা, চর্মরোগ, বমি, মাথাব্যথা, খাদ্য বিষক্রিয়া, অরুচি, উচ্চরক্তচাপ, ব্রেন স্ট্রোক, হার্ট অ্যাটাক বৃহদান্ত ও ক্ষুদ্রান্তে প্রদাহসহ গর্ভবতী মায়ের শারীরিক নানা জটিলতাসহ গর্ভজাত বিকলাঙ্গ শিশুর সৃষ্টি জন্ম নিচ্ছে। এসব বিষাক্ত খাবারে বড়দের চাইতে শিশু ও বৃদ্ধদের বেশি ক্ষতি হচ্ছে। এমনকি অকালে মৃত্যুর পথে ঢলে পরছে অসংখ্য তরতাজা প্রাণ।
আমরা স্বাভাবিক জীবনে ফিরতে চাই, বিষাক্ত খাবার নয়, আমরা চাই প্রতিটি প্রাণের খাবার হবে বিষমুক্ত, নিরাপদ, পুষ্টিকর ও স্বাস্থসম্মত। এই লক্ষ্যে যাত্রা শুরু করেছে সামাজিক দ্বায়বদ্ধতার থেকেই আমাদের এই কার্যক্রম। ভবিষ্যৎ পরজন্মের জন্য একটি টেকসই ও উন্নত কৃষি ব্যবস্থা তৈরির লক্ষে, দেশের প্রান্তিক কৃষকদের নিয়ে মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছে চাষবাস। দেশের কয়েকটি জেলার প্রান্তিক গ্রাম থেকে পারিবারিক কৃষি (গৃহস্থী) এবং নিজেদের তত্ত্বাবধানে উৎপাদিত রাসায়নিক সার, কীটনাশক, বিষমুক্ত নিরাপদ ফসল আমরা ঢাকাসহ দেশের আরো কিছু জেলা শহরে বিপণন করেছি। চাষবাস-এ (পরিবেশ প্রকৃতি ও প্রাণবৈচিত্র্য রক্ষার কৃষি) আপনাকে স্বাগতম।
আলাপ
চাষবাস ০১৬৭৯২২৯৩৯১
Website: http://www.chashbash.com
FB group: https://www.facebook.com/groups/chashbash
Instagram: https://www.instagram.com/chashbashbd
Twitter: https://www.twitter.com/chashbashbd

Видео সরিষার তেল এর ঝাঁজ পেতে হলে রায় সরিষার তেল খেতে হবে । канала Shahabul Travel Vlog
Страницу в закладки Мои закладки
Все заметки Новая заметка Страницу в заметки